আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। আজ বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এখন পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
সংবাদ সম্মেলনে তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, আমি মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য। আশা করি খুব দ্রুত আমরা উন্নয়ন ঘটাতে পারব।
বিদেশি সহায়তা প্রসঙ্গে মোল্লাহ হাসান আখুন্দ বলেন, আমরা কারও সহায়তা চাই না। আমরা কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি চাই।
আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফেরানোর জন্য সব শর্ত তালেবান পূরণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জনগণের জন্য এই স্বীকৃতি প্রয়োজন।
তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মার্কিন সমর্থিত সরকারের আমলে বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বেড়েছে।
আফগানিস্তান সম্পর্কিত আরও পড়ুন:
আনুষ্ঠানিকভাবে তালেবানকে স্বীকৃতি দিতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ক্ষমতাসীন গোষ্ঠীটির ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী মোল্লাহ হাসান আখুন্দ। আজ বুধবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসে। এখন পর্যন্ত তালেবান সরকারকে কোনো দেশই আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি।
সংবাদ সম্মেলনে তালেবানের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বলেন, আমি মুসলিম দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানাচ্ছি আমাদের স্বীকৃতি দেওয়ার জন্য। আশা করি খুব দ্রুত আমরা উন্নয়ন ঘটাতে পারব।
বিদেশি সহায়তা প্রসঙ্গে মোল্লাহ হাসান আখুন্দ বলেন, আমরা কারও সহায়তা চাই না। আমরা কর্মকর্তাদের কাছ থেকে স্বীকৃতি চাই।
আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা ফেরানোর জন্য সব শর্ত তালেবান পূরণ করেছে উল্লেখ করে তিনি আরও বলেন, আমাদের জনগণের জন্য এই স্বীকৃতি প্রয়োজন।
তালেবান ক্ষমতায় আসার পর থেকেই আফগানিস্তানজুড়ে তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে। মার্কিন সমর্থিত সরকারের আমলে বিদেশি সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল আফগানিস্তানের অর্থনীতি। আগস্ট থেকে সেই সহায়তা আসা বন্ধ হয়ে যাওয়ায় আর্থিক ও মানবিক সংকট কেবলই বেড়েছে।
আফগানিস্তান সম্পর্কিত আরও পড়ুন:
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
২ মিনিট আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
১ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
১ ঘণ্টা আগেএয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প সাংবাদিকদের জানান, তিনি ইউক্রেনের হয়ে মধ্যস্থতা করতে যাচ্ছেন না, বরং তাঁর লক্ষ্য হলো পুতিনকে আলোচনার টেবিলে আনা। তিনি বলেন, ‘আমি এখানে ইউক্রেনের জন্য সমঝোতা করতে আসিনি।’
১ ঘণ্টা আগে