পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতের এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহত তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী।
করাচি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি আইইডি ধরনের ছিল। পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ডনকে বলেছেন, বোমাটি অত্যন্ত শক্তিশালী ছিল। ফলে করাচির অনেক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। গতকাল সোমবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নিহত দুই চীনা নাগরিক করাচির বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বিমানবন্দরে প্রবেশের পর বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর যথাযথ তদন্ত এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস।
করাচি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ফলে বিমানবন্দরে অবস্থানরত অন্তত সাতটি গাড়িতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আজফার মাহেসার বলেন, বিস্ফোরণের যে ধরন তাতে প্রকৃত অপরাধীদের ধরতে সময় লাগবে।
এদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে দলটি পাকিস্তানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত চীনা নাগরিকদের ওপর আরও হামলা চালিয়েছে।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গত রোববার রাতের এ ঘটনায় দুই চীনা নাগরিকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন। বিস্ফোরণের পর নিরাপত্তার কারণে বিমানবন্দরের প্রবেশ ও বহির্গমন পথ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, নিহত তৃতীয় ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি সন্দেহভাজন হামলাকারী।
করাচি পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে ব্যবহৃত বোমাটি আইইডি ধরনের ছিল। পুলিশের এক কর্মকর্তা সংবাদমাধ্যম ডনকে বলেছেন, বোমাটি অত্যন্ত শক্তিশালী ছিল। ফলে করাচির অনেক এলাকা থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাসের পক্ষ থেকে এ হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। গতকাল সোমবার দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়, নিহত দুই চীনা নাগরিক করাচির বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রকল্প পোর্ট কাসিম ইলেকট্রিক পাওয়ার কোম্পানির কর্মকর্তা ছিলেন। প্রতিষ্ঠান থেকে ছুটি নিয়ে বাড়ি ফিরতে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বিমানবন্দরে প্রবেশের পর বিস্ফোরণে তাঁদের মৃত্যু হয়।
এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে এর যথাযথ তদন্ত এবং দোষীদের অবিলম্বে আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছে পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস।
করাচি পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, বোমা বিস্ফোরণের ফলে বিমানবন্দরে অবস্থানরত অন্তত সাতটি গাড়িতে বিস্ফোরণ ও আগুন ধরে যায়। করাচি পুলিশের উপমহাপরিদর্শক আজফার মাহেসার বলেন, বিস্ফোরণের যে ধরন তাতে প্রকৃত অপরাধীদের ধরতে সময় লাগবে।
এদিকে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) নামের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন এ হামলার দায় স্বীকার করেছে। তবে এমন ঘটনা এটিই প্রথম নয়। সাম্প্রতিক বছরগুলোতে দলটি পাকিস্তানের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সঙ্গে যুক্ত চীনা নাগরিকদের ওপর আরও হামলা চালিয়েছে।
গাজা যুদ্ধের অবসান ও ফিলিস্তিনি ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের একটি পরিকল্পনা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার, এ নিয়ে আরব ও মুসলিম দেশগুলোর নেতাদের সঙ্গে একটি বৈঠকে বসতে যাচ্ছেন তিনি।
৩৬ মিনিট আগেসারা বিশ্ব থেকে মেধাবী পেশাদারদের আকৃষ্ট করতে ভিসা ফি কমানোর প্রস্তাব নিয়ে কাজ করছে ব্রিটেন সরকার। এমনকি কিছু ক্ষেত্রে ভিসা ফি মওকুফ করার কথাও চিন্তা করা হচ্ছে। যখন যুক্তরাষ্ট্র ভিসা ফি বাড়ানোর ঘোষণা দিয়েছে, ঠিক সেই সময়ে যুক্তরাজ্যের এই পদক্ষেপ বেশ আলোচনার জন্ম দিয়েছে।
২ ঘণ্টা আগে১৭৮৯ সালের বিপ্লবের পর ফ্রান্সে সংবাদপত্র ও তথ্যপ্রবাহ রাজনৈতিক ক্ষমতার অন্যতম হাতিয়ারে পরিণত হয়। যদিও বিপ্লবীরা তখন ‘প্রেসের স্বাধীনতা’-কে অন্যতম বড় অর্জন হিসেবে প্রচার করেছিলেন, তবে বাস্তবে সাংবাদিকতার কোনো প্রকৃত স্বাধীনতা ছিল না। বরং, ক্ষমতাসীনরা সংবাদপত্রকে দমন ও নিয়ন্ত্রণের হাতিয়ার হিসেবে
৩ ঘণ্টা আগেরাতভর প্রবল বর্ষণে জলাবদ্ধ হয়ে পড়েছে কলকাতা। টানা পাঁচ থেকে ছয় ঘণ্টা ধরে মুষলধারে বৃষ্টির ফলে পুরো মহানগরী ডুবে গেছে। শহরের রাস্তাঘাটে কোথাও হাঁটু, কোথাও কোমর সমান পানি। এই জলাবদ্ধ অবস্থায় বিদ্যুতায়িত হয়ে প্রাণ হারিয়েছেন চারজন।
৪ ঘণ্টা আগে