Ajker Patrika

চীন থেকে সুপারসনিক যুদ্ধবিমান কিনছে মিয়ানমার

চীন থেকে সুপারসনিক যুদ্ধবিমান কিনছে মিয়ানমার

মিয়ানমারের বিমানবাহিনী চীনের কাছ থেকে বেশ কয়েকটি মাঝারি পাল্লার সুপারসনিক যুদ্ধবিমান কিনছে। এরই মধ্যে নেপিডো বেইজিংকে বেশ কয়েকটি এফটিসি-২০০০জি সিরিজের যুদ্ধবিমান সরবরাহের অনুরোধ করেছে। থাইল্যান্ড থেকে পরিচালিত মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে কুনমিং হয়ে মিয়ানমার বিমানবাহিনীর অন্তত ৮ জন পাইলট, ৮ জন প্রকৌশলী এবং অন্তত ২ অস্ত্র বিশেষজ্ঞ চীন সফর করেন। চীনে করোনা মহামারির কারণে কড়া বিধিনিষেধ থাকায় মিয়ানমারের প্রতিনিধি দলটি কুনমিংয়েই বেশ কয়েক দিন কোয়ারেন্টিনে ছিল। সফরে যাওয়া পাইলটেরা চীনের তৈরি এফ-৭ ইন্টারসেপ্টর, মার্কিন এ-৫ বোম্বার যুদ্ধবিমান চালানোয় পারদর্শী।

এই যুদ্ধবিমানগুলো কেনা-বেচায় মধ্যস্থতাকারী একটি সূত্র জানিয়েছে, নতুন এই যুদ্ধবিমানগুলো মিয়ানমারের যুদ্ধবিমানের বহরে থাকা এফ-৭ এস এবং এ-৫ এসকে প্রতিস্থাপন করবে। এবং এই বিমানগুলোকে দেশটির শান রাজ্যের নামসাঙ বিমানঘাঁটিতে মোতায়েন করা হবে। একেকটি এফটিসি-২০০০জি যুদ্ধবিমানের ক্রয়মূল্য ধরা হয়েছে প্রায় ৮৫ লাখ ডলার করে।

এফটিসি-২০০০জি মূলত দুই আসন বিশিষ্ট মাঝারি পাল্লার মাল্টি রোল ট্রেইনার যুদ্ধবিমান। চীনের গুইঝৌ অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন চীনের রাষ্ট্রায়ত্ত মহাকাশ ও প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশন অব চায়নার (এভিআইসি) সরাসরি তত্ত্বাবধানে এই বিমানগুলো তৈরি করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাস্তি পাচ্ছেন বিটিআরসির মহাপরিচালকসহ ৩০ জনের বেশি কর্মকর্তা

ভূমি অফিসের কাণ্ড: এসি ল্যান্ড দপ্তরের নামে দেড় কোটি টাকা আদায়

‘তেলের ক্রেতা’ হিসেবে ভারতকে আর পাবে না রাশিয়া, জানালেন ডোনাল্ড ট্রাম্প

হোলি আর্টিজানের ঘটনায় ‘জঙ্গি সন্দেহে’ আটক ছিলেন অনিন্দ্য, রাজশাহীর সাবেক মেয়র লিটনের চাচাতো ভাই তিনি

বরখাস্ত সৈনিককে অস্ত্র দিয়েছেন বিএনপি নেতা, অডিও নিয়ে তোলপাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত