ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার একটি বাড়ি থেকে ১২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাঁদের মালয়েশিয়ায় কাজের জন্য পাচারের চেষ্টার করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের অভিযোগ, তাঁদের জিম্মি করে রেখেছিল ওই দম্পতি।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উত্তর সুমাত্রার পাদাংসিদিম্পুয়ান শহরের মাওয়ার স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা।
এ সময় পুলিশ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সোলেহ রাজা (৩৮) ও তাঁর ইন্দোনেশীয় স্ত্রী নুর হালিমা সিতুমোরাংকে (৩৪) গ্রেপ্তার করে। ভুক্তভোগীদের ছয়টি পাসপোর্ট এবং দম্পতির মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
বাংলাদেশিরা জানান, তাঁদের মালয়েশিয়া পাঠানোর জন্য অর্থ দাবি করে জিম্মি করে রেখেছিলেন সোলেহ ও তাঁর স্ত্রী।
পাদাংসিদিম্পুয়ানের পুলিশের অ্যাডজাংক্ট চিফ কমিশনার উইরা প্রায়াত্না জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়িতে একাধিক বিদেশির সন্দেহজনক উপস্থিতির তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে বাংলাদেশে একটি এজেন্সি তাঁদের থেকে ২৭ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২১ হাজার টাকা) নেয়। কিন্তু তাঁদের সুমাত্রায় নিয়ে আসা হয়। এরপর সোলেহ জানান, তাঁদের মালয়েশিয়ায় নেওয়া হবে, তবে এর জন্য তাদের অতিরিক্ত ২ কোটি ১০ লাখ রুপিয়া (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা) দিতে হবে।
পুলিশ প্রধান উইরা জানান, এই ঘটনার তদন্ত চলছে। পাদাংসিদিম্পুয়ান জেলা পুলিশ এবং উত্তর সুমাত্রা পুলিশ ইমিগ্রেশন অফিস একসঙ্গে কাজ করছে।
গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের ১০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রার একটি বাড়ি থেকে ১২ বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। তাঁদের মালয়েশিয়ায় কাজের জন্য পাচারের চেষ্টার করার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার হওয়া বাংলাদেশিদের অভিযোগ, তাঁদের জিম্মি করে রেখেছিল ওই দম্পতি।
ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম জাকার্তা গ্লোবের প্রতিবেদনে জানা যায়, গতকাল রোববার উত্তর সুমাত্রার পাদাংসিদিম্পুয়ান শহরের মাওয়ার স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে যৌথ অভিযান চালায় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা।
এ সময় পুলিশ বাংলাদেশি নাগরিক মোহাম্মদ সোলেহ রাজা (৩৮) ও তাঁর ইন্দোনেশীয় স্ত্রী নুর হালিমা সিতুমোরাংকে (৩৪) গ্রেপ্তার করে। ভুক্তভোগীদের ছয়টি পাসপোর্ট এবং দম্পতির মোবাইল ফোন জব্দ করেছে পুলিশ।
বাংলাদেশিরা জানান, তাঁদের মালয়েশিয়া পাঠানোর জন্য অর্থ দাবি করে জিম্মি করে রেখেছিলেন সোলেহ ও তাঁর স্ত্রী।
পাদাংসিদিম্পুয়ানের পুলিশের অ্যাডজাংক্ট চিফ কমিশনার উইরা প্রায়াত্না জানান, স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে বাড়িতে একাধিক বিদেশির সন্দেহজনক উপস্থিতির তথ্য পাওয়ার পর এই অভিযান চালানো হয়।
উদ্ধার হওয়া বাংলাদেশিরা জানান, অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে বাংলাদেশে একটি এজেন্সি তাঁদের থেকে ২৭ হাজার রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় ৭ লাখ ২১ হাজার টাকা) নেয়। কিন্তু তাঁদের সুমাত্রায় নিয়ে আসা হয়। এরপর সোলেহ জানান, তাঁদের মালয়েশিয়ায় নেওয়া হবে, তবে এর জন্য তাদের অতিরিক্ত ২ কোটি ১০ লাখ রুপিয়া (বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৫৫ হাজার টাকা) দিতে হবে।
পুলিশ প্রধান উইরা জানান, এই ঘটনার তদন্ত চলছে। পাদাংসিদিম্পুয়ান জেলা পুলিশ এবং উত্তর সুমাত্রা পুলিশ ইমিগ্রেশন অফিস একসঙ্গে কাজ করছে।
গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ আনা হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের ১০ বছরেরও বেশি কারাদণ্ড হতে পারে।
ইসরায়েলে ফিলিস্তিনি শ্রমিকদের শূন্যস্থান পূরণে ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে এখন পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয় শ্রমিক দেশটিতে গেছে। এমনটাই জানিয়েছে ভারত সরকার জানিয়েছে। গাজায় ইসরায়েলের চলমান অভিযানের মধ্যেই এ খবর প্রকাশ্যে এল। এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসরায়েলের প্রতি চাপ বাড়ার সময় ভারতের গুরুত্বপ
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় একটি ইস্পাত কারখানায় ভয়াবহ বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন। যাঁদের মধ্যে পাঁচজনের অবস্থাই সংকটাপন্ন। গতকাল সোমবার স্থানীয় সময় সকালে পিটসবার্গের কাছে ইউএস স্টিলের ক্লেয়ারটন কারখানায় এ বিস্ফোরণ হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
১ ঘণ্টা আগেমিয়ানমারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য শান্তি স্থাপন ও মানবিক সহায়তা পৌঁছে দিতে মালয়েশিয়া, বাংলাদেশ ও আঞ্চলিক কয়েকটি দেশ যৌথভাবে একটি প্রতিনিধিদল পাঠাতে যাচ্ছে। আজ মঙ্গলবার দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এই ঘোষণা দেন। খবর সিঙ্গাপুরভিত্তিক
১ ঘণ্টা আগেমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির জান্তা সরকারকে কোনো জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করতে দেবে না স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গোষ্ঠীটি জানিয়েছে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত বাংলাদেশ সংলগ্ন এই রাজ্যটিতে নিজেদের নিয়ন্ত্রণাধীন অঞ্চলে চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠেয় নির্বাচনের কোনো স্বীকৃতি তারা
২ ঘণ্টা আগে