Ajker Patrika

১৪ নারীকে বিয়ে করে অবশেষে ধরা

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৪: ৪০
১৪ নারীকে বিয়ে করে অবশেষে ধরা

ভারতের সাত রাজ্যে ১৪ নারীকে বিয়ে এবং তাঁদের অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির ওডিশা রাজ্যের ভুবনেশ্বর থেকে গতকাল সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বাড়ি ওডিশা রাজ্যের কেন্দ্রাপাড়া জেলার পাটকুরা থানার একটি গ্রামে। তিনি বেশির ভাগ সময় ওডিশার বাইরে থাকতেন।  তাঁর টার্গেট ছিল বেশির ভাগ মধ্যবয়সী ও বিবাহবিচ্ছেদপ্রাপ্তরা। তিনি নিজেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য কাজ করা একজন ডাক্তার হিসাবে পরিচয় দিয়ে বিবাহ সাইটগুলোর মাধ্যমে তাদের সঙ্গে যোগাযোগ করতেন। 

যদিও অভিযুক্ত ব্যক্তি এই অভিযোগ অস্বীকার করেছেন। 

ভুবনেশ্বরের ডিসিপি উমাশঙ্কর দাশ সংবাদ মাধ্যমকে বলেন, তাঁর টার্গেট ছিল উচ্চ-শিক্ষিত এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সিনিয়র পদে কাজ করা নারী। তাঁদের অর্থের দিকে তাঁর নজর ছিল।

সোয়েনের শিকারদের মধ্যে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর একজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন। তিনি ২০১৮ সালে পাঞ্জাবের এক পুলিশ কর্মকর্তাকে বিয়ে করেছিলেন এবং তাঁর সঙ্গে প্রায় ১০ লাখ রুপির প্রতারণা করেছিলেন।  

পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি পাঁচ সন্তানের পিতা। ১৯৮২ সালে প্রথম এবং তারপর ২০০২ সালে দ্বিতীয় বিয়ে করেছিলেন। ২০০২ থেকে ২০২০ সালের মধ্যে, তিনি বেশ কয়েকটি নারীর সঙ্গে বন্ধুত্ব করেছিলেন এবং তাঁদেরকেও বিয়ে করেছিলেন। 

সর্বশেষ স্ত্রীর সঙ্গে ওই ব্যক্তি ওডিশার রাজধানীতে বসবাস করছিলেন। ওই স্ত্রী দিল্লির একজন স্কুলশিক্ষক। স্ত্রী কোনোভাবে ওই ব্যক্তির আগের বিয়ের খবর জেনে যান। এরপর তিনি পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশ জানিয়েছে, বিয়ের পর সে তাদের সঙ্গে কয়েকদিন থাকতেন এবং তারপর কোনো কাজে উত্তর-পূর্ব বা ভুবনেশ্বরে যাওয়ার অজুহাতে নারীদের তাদের বাবা-মায়ের কাছে রেখে যেতেন।

বেকার যুবকদের সঙ্গে প্রতারণা, হায়দরাবাদ ও এরনাকুলামে ঋণ জালিয়াতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে এর আগে দুবার গ্রেপ্তার করা হয় বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশ অভিযুক্তের কাছ থেকে ১১ টি এটিএম কার্ড, ৪টি আধার কার্ড জব্দ করেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত