Ajker Patrika

ইন্দোনেশিয়ায় বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধের আইন পর্যটকদের জন্য নয়

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২২, ১৪: ৩৮
ইন্দোনেশিয়ায় বিয়ে ছাড়া যৌন সম্পর্ক নিষিদ্ধের আইন পর্যটকদের জন্য নয়

ইন্দোনেশিয়ায় ঘুরতে যাওয়া পর্যটকদের জন্য দেশটির নতুন আইন কার্যকর করা হবে না বলে জানিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। নতুন আইন অনুযায়ী দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কে শাস্তির বিধান রয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ‘বালি বনকিং ব্যান’ নামে পরিচিত নতুন আইন অনুযায়ী মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে বিয়ে ছাড়া যৌন সম্পর্কের শাস্তি হিসেবে এক বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

তবে বালির জানিয়েছেন, ছুটির দিনগুলোতে পর্যটকদের হটস্পট তৈরি হয় দ্বীপাঞ্চলটিতে। পর্যটকদের ক্ষেত্রে বৈবাহিক অবস্থার কাগজপত্র খতিয়ে দেখা হবে না।

এর আগে নতুন আইন কার্যকর হলে পর্যটন ও বিনিয়োগের ক্ষেত্রে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে বলে উদ্বেগ প্রকাশ করে দেশটির ব্যবসায়ী সংগঠনগুলো। যদিও নতুন আইনটি আগামী তিন বছরের মধ্যে কার্যকর হবে। আর কার্যকর হওয়ার আগে এটি আইনগতভাবে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

এরই মধ্যে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের ওপর নিষেধাজ্ঞার নতুন আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশটির সাধারণ জনগণ। আইনটির খসড়া প্রথম উত্থাপন করা হয় ২০১৯ সালে। সে সময় দেশটির লাখো মানুষ এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছিলেন। বিশেষ করে শিক্ষার্থীদের আন্দোলন বড় আকার নেয়। রাজধানী জাকার্তায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষও হয়েছিল।

গত সপ্তাহে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের বিরুদ্ধে নতুন আইন পাস হলে দেশের পাশাপাশি আন্তর্জাতিক মহলেও সমালোচনার মুখে পড়ে ইন্দোনেশিয়া। কারণ নতুন আইনে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য এক বছর পর্যন্ত জেল ছাড়াও বিনা অনুমতিতে বিক্ষোভ নিষিদ্ধ, প্রেসিডেন্টকে অপমান ও রাষ্ট্রীয় মতাদর্শের বিপরীত মত প্রকাশের জন্যও শাস্তি প্রণয়ন করা হয়েছে।

জাতিসংঘ বলছে, নতুন আইন দেশের জনগণের মানবাধিকার লঙ্ঘন হতে পারে। কিন্তু ইন্দোনেশিয়ার কর্মকর্তারা মনে করেন, এই আইন ইন্দোনেশিয়ার ‘মূল্যবোধ’ সমুন্নত রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত