মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির।
বিবিসির খবরে বলা হয়, ১৯৮১ সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে টানা ২২ বছর দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ। পরে ২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেন। ২০১৮ সালে ফের রাজনীতিতে ফেরেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। তবে এবার নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, ‘কে প্রধানমন্ত্রী হবে আমরা কিছু ঠিক করিনি। এটি তখনই প্রাসঙ্গিক হবে, যখন আমরা নির্বাচনে জিতব।’
৯৭ বছর বয়সী মাহাথিরের হৃদ্রোগের সমস্যা আছে। হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি করতে হয়েছিল তাঁকে। সবশেষ গত মাসেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির।
উল্লেখ্য, মালয়েশিয়ার বর্তমান পার্লামেন্টের মেয়াদ ২০২৩ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা থাকলেও আগেই পার্লামেন্ট ভেঙে সাধারণ নির্বাচনের ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার (১০ অক্টোবর) পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন। আসছে নভেম্বরের শুরুতে নতুন নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মালয়েশিয়ার আসন্ন জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশ্বের অন্যতম বর্ষীয়ান রাজনীতিক মাহাথির মোহাম্মদ। মঙ্গলবার (১১ অক্টোবর) রাজধানী কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। এর আগে দুই দফায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলেছেন আধুনিক মালয়েশিয়ার স্থপতি মাহাথির।
বিবিসির খবরে বলা হয়, ১৯৮১ সালে প্রথমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে টানা ২২ বছর দায়িত্ব পালন করেন মাহাথির মোহাম্মদ। পরে ২০০৩ সালে স্বেচ্ছায় অবসর নেন। ২০১৮ সালে ফের রাজনীতিতে ফেরেন এবং দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। অভ্যন্তরীণ কোন্দলে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। তবে এবার নির্বাচিত হলে তিনি প্রধানমন্ত্রী হবেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
কুয়ালালামপুরের সংবাদ সম্মেলনে মাহাথির বলেন, ‘কে প্রধানমন্ত্রী হবে আমরা কিছু ঠিক করিনি। এটি তখনই প্রাসঙ্গিক হবে, যখন আমরা নির্বাচনে জিতব।’
৯৭ বছর বয়সী মাহাথিরের হৃদ্রোগের সমস্যা আছে। হার্ট অ্যাটাকের পর বাইপাস সার্জারি করতে হয়েছিল তাঁকে। সবশেষ গত মাসেই করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহাথির।
উল্লেখ্য, মালয়েশিয়ার বর্তমান পার্লামেন্টের মেয়াদ ২০২৩ সালের মাঝামাঝি শেষ হওয়ার কথা থাকলেও আগেই পার্লামেন্ট ভেঙে সাধারণ নির্বাচনের ঘোষণা আসে। প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকুব সোমবার (১০ অক্টোবর) পার্লামেন্ট ভেঙে দিয়ে আগাম নির্বাচনের ডাক দেন। আসছে নভেম্বরের শুরুতে নতুন নির্বাচন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি কুয়েতের প্রায় ৫০ হাজার মানুষের নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সউদ আল সাবাহ। আল-কাবাস পত্রিকাকে তিনি জানান, কয়েকটি দেশের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বহু ‘প্রতারক’ শনাক্ত করা হয়েছে।
৪১ মিনিট আগেমিছিলের অগ্রভাগে ছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী; তৃণমূল কংগ্রেসের মহুয়া মৈত্র, সুস্মিতা দেব; সমাজবাদী পার্টির অখিলেশ যাদব; শিবসেনার সঞ্জয় রাউতসহ অন্যান্য দলের শীর্ষ নেতারা। তাঁদের হাতে ‘চুপি চুপি ভোটের কারচুপি?’ লেখা পোস্টার ছিল এবং তাঁরা ‘ভোট চুরি মানছি না, মানব না’ স্লোগান দিচ্ছিলেন।
৪৩ মিনিট আগেভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩ হাজার ২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২ ঘণ্টা আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
৩ ঘণ্টা আগে