Ajker Patrika

মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত, নিহত ১১ পর্বতারোহী

মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাত, নিহত ১১ পর্বতারোহী

ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রায় অবস্থিত মাউন্ট মেরাপিতে অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে। এতে ১১ জন পর্বতারোহীর মৃতদেহ খুঁজে পেয়েছে উদ্ধারকর্মীরা। জীবিত উদ্ধার করা হয়েছে ৩ জনকে এবং ১২ জন নিখোঁজ বলে জানিয়েছেন একজন উদ্ধারকর্মী কর্মকর্তা। আরেক কর্মকর্তার মতে, নিখোঁজের সংখ্যা ২২।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ খবর জানান হয়। গত রোববারের অগ্ন্যুৎপাতের সময় মাউন্ট মেরামিতে পঁচাত্তর জন পর্বতারোহী ছিল এবং তাদের মধ্যে ২৬ জনকে এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাডাং সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সির প্রধান আব্দুল মালিক। তিনি বলেন, সেখানের ২৬ জনকে এখনো পাওয়া যায়নি। আমরা ১৪ জনকে পেয়েছি- যাদের মধ্যে ৩ জন জীবিত এবং ১১ জন মৃত।

রোববারের অগ্ন্যুৎপাতের ভিডিও ফুটেজে দেখা গেছে, আকাশ জুড়ে আগ্নেয়গিরির ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে। ছাইয়ে ঢেকে গেছে গাড়ি এবং রাস্তাগুলো। আগ্নেয়গিরিতে থাকা পর্বতারোহীরা এতে আটকে যান। হতাহতের ঘটনাও ঘটে। আগ্নেয়গিরির ছাই ছড়িয়ে পড়েছে আশপাশের কয়েকটি গ্রামে।

আজ সোমবার মাউন্ট মেরাপিতে আরও একটি ছোটখাটো অগ্ন্যুৎপাতের ঘটনায় নিরাপত্তা ইস্যুর কারণে উদ্ধারকার্য স্থগিত রাখতে বাধ্য হয়েছে উদ্ধারকর্মীরা। অনুসন্ধান ও উদ্ধারকারী দলের মুখপাত্র জোডি হারিয়াওয়ান রয়টার্সকে বলেন, অনুসন্ধান চালিয়ে যাওয়া এখন খুবই বিপজ্জনক। আজ সোমবার দিনের শুরুতে ৪৯ জন পর্বতারোহীকে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাঁদের অনেকেই অগ্নিদগ্ধ। তাঁদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক বিপর্যয় প্রশমন কেন্দ্রের কর্মকর্তা আহমেদ রিফান্দির বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম মেরাপি মনিটরিং পোস্ট বলেছে, অগ্ন্যুৎপাতের পরে পর্বতারোহণের দুটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। লাভার স্রোতের আশঙ্কার কারণে মেরাপির ঢালে বসবাসকারীদের আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে ৩ কিলোমিটার (১.৮ মাইল) দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মাউন্ট মেরাপির ঢালে রুবাই এবং গোবাহ কুমান্তিয়াং-এ বাস করে প্রায় ১,৪০০ বাসিন্দা। নিকটতম গ্রামগুলো পর্বতশৃঙ্গ থেকে পাঁচ-ছয় কিলোমিটার দূরে অবস্থিত।

৭৫ জন পর্বতারোহী গত শনিবার প্রায় ২,৯০০ মিটার (৯,৪৮০ ফুট) উঁচু মাউন্ট মেরাপিতে আরোহণ শুরু করেছিলেন। পশ্চিম সুমাত্রা প্রদেশের রাজধানী পাডাং-এর অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তা হরি অগুস্তিয়ান বলেছেন, পুলিশ ও সৈন্যসহ ১৬০ জনেরও বেশি কর্মীকে তাদের সন্ধানে মোতায়েন করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত