Ajker Patrika

তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে অস্ট্রেলিয়া

তাইওয়ানকে রক্ষায় প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে অস্ট্রেলিয়া

তাইওয়ানকে রক্ষার জন্য প্রয়োজনে যুক্তরাষ্ট্রের সঙ্গে অস্ট্রেলিয়া যুক্ত হবে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ান প্রতিরক্ষা মন্ত্রী পিটার ডাটন। আজ শনিবার অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম দ্য অস্ট্রেলিয়ান নিউজপেপারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এমনটি বলেন।

এর আগে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন বলেন, তাইওয়ানে হামলা বা স্বশাসিত দ্বীপটিকে দখলে নিতে চীন বল প্রয়োগ করলে যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা পাল্টা পদক্ষেপ নেবে। 

সাক্ষাৎকারে ডাটন বলেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে আর আমরা সমর্থন করবো না; এটা অকল্পনীয়।  তাইওয়ানে প্রবেশে চীনের ইচ্ছা খুব স্পষ্টই বোঝা যাচ্ছে। সেখানে একটি উচ্চ স্তরের প্রস্তুতি আমাদের নিশ্চিত করতে হবে। 

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল তাইওয়ান সফরের পর গত মঙ্গলবার তাইওয়ান প্রণালির দিকে টহল দেয় চীনা সেনাবাহিনী। 

উল্লেখ্য, চীন তাইওয়ানকে নিজেদের প্রদেশ হিসেবে দাবি করে। এই দাবি শক্তিশালী করতে তাইওয়ানের ওপর রাজনৈতিক ও সামরিক চাপ প্রতিনিয়ত বাড়িয়ে চলেছে দেশটি। কিন্তু একসময়ের সার্বভৌম দেশ তাইওয়ান বরাবরই চীনের এই দাবি অস্বীকার করে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত