আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ফিরে পাওয়ার জন্য করা মিছিলে পিপার স্প্রে প্রয়োগ করেছে তালেবান বাহিনী। তিনজন আন্দোলনকারীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ জন নারী কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে সমতা এবং ন্যায়বিচার বলে স্লোগান দিতে থাকেন। পরে তালেবান বাহিনী এসে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা যখন কাবুল ইউনিভার্সিটির কাছে ছিলাম তখন তিনটি তালেবান গাড়ি আসে । একটি গাড়ি থেকে আমাদের ওপর পিপার স্প্রে প্রয়োগ করে। পিপার স্প্রে প্রয়োগের পর আমার চোখ জ্বলা শুরু করে। তখন আমি তাদের একজনকে বলেছি, আপনাদের লজ্জা হওয়া উচিত।’
আন্দোলনে অংশ নেওয়া আরও দুজন আন্দোলনকারী বলেন, আন্দোলনে অংশ নেওয়া এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এএফপির প্রতিনিধি জানান, এই ঘটনার দৃশ্য রেকর্ড করার সময় একজনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তালেবান বাহিনী।
তালেবান ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে নারীদের ফিরতে দেওয়া হয়নি। এখনো আফগানিস্তানে অনেক প্রাথমিক স্কুলে নারীদের যাওয়া নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ করেছে তালেবান।
এ ছাড়া নিকটাত্মীয় ছাড়া নারীদের দীর্ঘ পথ ভ্রমণও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনেতাদের অভিনীত সিরিয়াল সম্প্রচারও নিষেধ করা হয়েছে।
আফগানিস্তানে নারীদের শিক্ষা ও কাজের অধিকার ফিরে পাওয়ার জন্য করা মিছিলে পিপার স্প্রে প্রয়োগ করেছে তালেবান বাহিনী। তিনজন আন্দোলনকারীর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
গত আগস্টে তালেবান আফগানিস্তানের ক্ষমতায় আসার পর নারীদের ওপর বিভিন্ন বিধিনিষেধ আরোপ করছে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রায় ২০ জন নারী কাবুল বিশ্ববিদ্যালয়ের সামনে সমতা এবং ন্যায়বিচার বলে স্লোগান দিতে থাকেন। পরে তালেবান বাহিনী এসে আন্দোলনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আন্দোলনকারী বলেন, ‘আমরা যখন কাবুল ইউনিভার্সিটির কাছে ছিলাম তখন তিনটি তালেবান গাড়ি আসে । একটি গাড়ি থেকে আমাদের ওপর পিপার স্প্রে প্রয়োগ করে। পিপার স্প্রে প্রয়োগের পর আমার চোখ জ্বলা শুরু করে। তখন আমি তাদের একজনকে বলেছি, আপনাদের লজ্জা হওয়া উচিত।’
আন্দোলনে অংশ নেওয়া আরও দুজন আন্দোলনকারী বলেন, আন্দোলনে অংশ নেওয়া এক নারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।
এএফপির প্রতিনিধি জানান, এই ঘটনার দৃশ্য রেকর্ড করার সময় একজনের মোবাইল ছিনিয়ে নিয়ে যায় তালেবান বাহিনী।
তালেবান ক্ষমতায় আসার পর সরকারি চাকরিতে নারীদের ফিরতে দেওয়া হয়নি। এখনো আফগানিস্তানে অনেক প্রাথমিক স্কুলে নারীদের যাওয়া নিষিদ্ধ রয়েছে। পাশাপাশি তাদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের দরজাও বন্ধ করেছে তালেবান।
এ ছাড়া নিকটাত্মীয় ছাড়া নারীদের দীর্ঘ পথ ভ্রমণও নিষিদ্ধ করেছে তালেবান সরকার। আফগানিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে নারী অভিনেতাদের অভিনীত সিরিয়াল সম্প্রচারও নিষেধ করা হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির মধ্যে হোয়াইট হাউসে অনুষ্ঠিত বৈঠকে চূড়ান্ত কোনো সমাধান না এলেও অগ্রগতির একটি ইঙ্গিত পাওয়া গেছে। ইউক্রেন, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো নেতাদের অংশগ্রহণে বৈঠকটি ছিল যেন এক ঐক্যের প্র
২৩ মিনিট আগেভারত ও চীনের একে অপরকে শত্রু বা হুমকি হিসেবে না দেখে বরং সহযোগী হিসেবে বিবেচনা করা উচিত। দিল্লি সফরে গিয়ে এ কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, দুই রাষ্ট্রের মধ্যে দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা কমাতে এ সফর করছেন তিনি।
৩ ঘণ্টা আগেচলতি মাসে বিদ্রোহী গোষ্ঠী আইএসআইএলের হামলায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে ৫২ বেসামরিক নিহত হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মনুসকোর (এমওএনএসসিও) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা। মনুসকোর তথ্য অনুযায়ী, ৯ থেকে ১৬ আগস্ট পর্যন্ত দেশটির পূর্বাঞ্চলের উত্তর কিভু প্রদেশের বেনি
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে আন্তর্জাতিক শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা ও উৎকণ্ঠা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় ফেরার পর তার প্রশাসন অভিবাসন ও উচ্চশিক্ষা নীতিতে যেসব কড়াকড়ি পদক্ষেপ নিয়েছে, তা শুধু নীতিগত পরিবেশকে নয়—আঘাত করেছে হাজারো...
৬ ঘণ্টা আগে