ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।
আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।
উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।
তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।
ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।
আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।
উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।
তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।
বিশ্বজুড়ে ১৪০ কোটি ক্যাথলিকদের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ৬৯ বছর বয়সী এই ধর্মগুরু এখন থেকে পরিচিত হবেন পোপ চতুর্দশ লিও নামে। তিনি হচ্ছেন ইতিহাসে প্রথম মার্কিন নাগরিক যিনি পোপের আসনে বসছেন।
৭ মিনিট আগেসেন্ট পিটার্স স্কয়ারে উচ্ছ্বাস আর করতালির মধ্য দিয়ে নিশ্চিত হলো খবরটি। ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেল থেকে সাদা ধোঁয়া বেরিয়েছে, অর্থাৎ নতুন পোপ নির্বাচিত হয়েছেন। এবার তাঁর সামনে আসার পালা। সবাই এখন তাকিয়ে রয়েছেন ভ্যাটিকান চার্চের ব্যালকনির দিকে।
১ ঘণ্টা আগেবলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে এক কিশোরীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপনের অভিযোগ রয়েছে। গ্রেপ্তার এড়াতে ৬৫ বছর বয়সী এই নেতা তাই বর্তমানে গহিন জঙ্গলে আত্মগোপন করে আছেন। ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আবারও দেশের ক্ষমতা নেওয়ার পরিকল্পনা করছেন তিনি।
১ ঘণ্টা আগেএই হামলার পর জম্মুসহ রাজস্থান ও পাঞ্জাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্ল্যাকআউট জারি করা হয়েছে এসব এলাকায়। এদিকে, ধর্মশালায় বাতিল করা হয়েছে আইপিএল ম্যাচ। মাঠের আলো নিভিয়ে দেওয়া হয়েছে, মাঠ ছাড়তে বলা হয়েছে দর্শকদের।
২ ঘণ্টা আগে