Ajker Patrika

অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে মিয়ানমারের জান্তাপ্রধান

অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরে মিয়ানমারের জান্তাপ্রধান

ঢাকা: গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চিকে হটিয়ে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তাবাহিনী। দেশ জুড়ে আন্দোলন-সংগ্রাম করেও জান্তা সরকারকে হটানো যায়নি। এরই মধ্যে অভ্যুত্থানের পর দ্বিতীয়বারের মতো বিদেশ সফরের উদ্দেশ্যে রওনা হয়েছেন জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং।

আগামী মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া তিন দিনের আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে তিনি রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে রওনা হয়েছেন। সম্মেলনে নিজ দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন হ্লাইং। সফরের অংশ হিসেবে তিনি ২২ জুন থেকে ২৪ জুন রাশিয়ায় অবস্থান করবেন। মিয়ানমারের সেনানিয়ন্ত্রিত টিভি চ্যানেল এমআরটিভির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

এর আগে গত এপ্রিলে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়া গিয়েছিলেন মিন অং হ্লাইং।

উল্লেখ্য, গত নভেম্বরে অনুষ্ঠিত মিয়ানমারের জাতীয় নির্বাচনে জয়লাভ করে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি)। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারিতে রাষ্ট্রক্ষমতা দখলে নেয় জান্তা। ৭৫ বছর বয়সী অং সান সু চিসহ মিয়ানমারের প্রভাবশালী গণতন্ত্রকামী নেতাদের আটক করা হয়। মিয়ানমারে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্দোলন অব্যাহত রেখেছে দেশটির সাধারণ মানুষ। সেনা-পুলিশের গুলিতে মিয়ানমারে এখন পর্যন্ত কমপক্ষে আট শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছেন।

এদিকে গত শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে মিয়ানমারকে নিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে। এতে নিজ দেশের ওপর অস্ত্রের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে। দেশটিতে সমরাস্ত্র বিক্রি বন্ধের আহ্বানও জানানো হয়েছে। এছাড়া গত নভেম্বরের নির্বাচনকে সম্মান জানিয়ে অং সান সু চিসহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়ার আহ্বান জানায় জাতিসংঘ।

তবে জাতিসংঘের এমন অভিযোগ অস্বীকার করে এক বিবৃতিতে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একপক্ষীয় তথ্যের ওপর ভিত্তি করে মিথ্যা অভিযোগ এনেছে জাতিসংঘ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিসিএসের আদলে শিক্ষক নিয়োগ

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

আবাসন কোম্পানির অনিয়ম অনুসন্ধানে গড়িমসি, দুদকের উপপরিচালক বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত