১৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিজ এলাকা শাংলায় ফিরেছেন নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। ২০১২ সালে ওই প্রদেশেরই সোয়াত জেলায় তালেবান গোষ্ঠীর একটি প্রাণঘাতী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর সৌভাগ্যজনকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বুধবার একটি গোপন সফরে এবং উচ্চ নিরাপত্তাবেষ্টিত হয়ে নিজের এলাকায় যান। সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে দেখা করেন, ঘুরে বেড়ান এবং একটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরফাচ্ছাদিত পাহাড় ও নদীর পটভূমিতে তোলা একটি ছবি শেয়ার করে মালালা জানান, দীর্ঘ এক যুগ পর নিজ শহরে ফিরে তিনি আনন্দ অনুভব করছেন। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় আমি প্রতিটি ছুটি শাংলায় কাটাতাম, নদীর ধারে খেলতাম এবং পরিবারের সঙ্গে সময় কাটাতাম।’
২৭ বছর বয়সী মালালা আরও লিখেছেন, ‘১৩ বছর পর আবার ফিরে এসে পাহাড়ঘেরা পরিবেশে আত্মীয়দের সঙ্গে হাস্যরসে মেতে উঠতে পারাটা সত্যিই আনন্দের।’
তিনি লেখেন, ‘এই স্থানি আমার হৃদয়ের খুব কাছের এবং আমি বারবার এখানে ফিরে আসতে চাই।’
২০১২ সালের অক্টোবর মাসে পাকিস্তানি তালেবানের এক বন্দুকধারী একটি স্কুলবাসে ঢুকে মালালাকে গুলি করেছিল। তখন তাঁর বয়স ছিল ১৪ বছর। ফেসবুকে মেয়েদের শিক্ষার পক্ষে একটি পোস্ট দেওয়ার কারণেই তিনি এমন হামলায় শিকার হন। পরে তাঁকে বাঁচাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে।
দুই বছর পর ২০১৪ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থীসহ যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।
গত ১৩ বছরে তিনি পাকিস্তানে বেশ কয়েকবার সফর করেছেন। তবে এবারই প্রথম তিনি তাঁর নিজের শহরে ফেরেন। তাঁর আগমনকে ঘিরে কড়াকড়ি আরোপ করা হয় পুরো এলাকায়। তাঁর আগমনের সময়টিতে কিছু এলাকার রাস্তাঘাট আটকে দেওয়া হয়। হেলিকপ্টারে করে তাঁর সঙ্গে স্বামী এবং তাঁর বাবাও উপস্থিত ছিলেন।
একজন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, মালালার সফরটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। এমনকি স্থানীয় বাসিন্দারাও তাঁর আগমনের বিষয়ে জানতেন না।
মালালা বারকানা গ্রামে তাঁর আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি কলেজ পরিদর্শন করেন। এই কলেজে মেয়েদের বিনা মূল্যে শিক্ষা দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা আমজাদ আলম খান জানান, মালালা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, ক্লাস পরিদর্শন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অধ্যবসায়ের আহ্বান জানান। ‘মালালা ফান্ডের’ মাধ্যমে ওই কলেজে বিনা মূল্যে উচ্চমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ ছাড়া সম্প্রতি বান্নু অঞ্চলের সামরিক ছাউনিতে সংঘটিত আত্মঘাতী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মালালা। এই হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন নিরাপত্তাকর্মী নিহত হন। আহত হয়েছেন আরও ৪২ জন।
মালালা বলেন, ‘আমি আমাদের সুন্দর দেশের প্রতিটি কোনায় শান্তি কামনা করি। বান্নুতে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলা হৃদয়বিদারক। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আমি আমার মাতৃভূমির প্রত্যেক মানুষের নিরাপত্তার জন্য প্রার্থনা করি।’
১৩ বছর পর প্রথমবারের মতো পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিজ এলাকা শাংলায় ফিরেছেন নোবেল বিজয়ী মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাই। ২০১২ সালে ওই প্রদেশেরই সোয়াত জেলায় তালেবান গোষ্ঠীর একটি প্রাণঘাতী হামলায় গুলিবিদ্ধ হওয়ার পর সৌভাগ্যজনকভাবে তিনি বেঁচে গিয়েছিলেন।
শুক্রবার যুক্তরাজ্যভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, গত বুধবার একটি গোপন সফরে এবং উচ্চ নিরাপত্তাবেষ্টিত হয়ে নিজের এলাকায় যান। সেখানে তিনি আত্মীয়দের সঙ্গে দেখা করেন, ঘুরে বেড়ান এবং একটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটান।
সামাজিক যোগাযোগমাধ্যমে বরফাচ্ছাদিত পাহাড় ও নদীর পটভূমিতে তোলা একটি ছবি শেয়ার করে মালালা জানান, দীর্ঘ এক যুগ পর নিজ শহরে ফিরে তিনি আনন্দ অনুভব করছেন। তিনি লিখেছেন, ‘ছোটবেলায় আমি প্রতিটি ছুটি শাংলায় কাটাতাম, নদীর ধারে খেলতাম এবং পরিবারের সঙ্গে সময় কাটাতাম।’
২৭ বছর বয়সী মালালা আরও লিখেছেন, ‘১৩ বছর পর আবার ফিরে এসে পাহাড়ঘেরা পরিবেশে আত্মীয়দের সঙ্গে হাস্যরসে মেতে উঠতে পারাটা সত্যিই আনন্দের।’
তিনি লেখেন, ‘এই স্থানি আমার হৃদয়ের খুব কাছের এবং আমি বারবার এখানে ফিরে আসতে চাই।’
২০১২ সালের অক্টোবর মাসে পাকিস্তানি তালেবানের এক বন্দুকধারী একটি স্কুলবাসে ঢুকে মালালাকে গুলি করেছিল। তখন তাঁর বয়স ছিল ১৪ বছর। ফেসবুকে মেয়েদের শিক্ষার পক্ষে একটি পোস্ট দেওয়ার কারণেই তিনি এমন হামলায় শিকার হন। পরে তাঁকে বাঁচাতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় যুক্তরাজ্যে।
দুই বছর পর ২০১৪ সালে মাত্র ১৬ বছর বয়সে তিনি ভারতীয় শিশু অধিকারকর্মী কৈলাশ সত্যার্থীসহ যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পান।
গত ১৩ বছরে তিনি পাকিস্তানে বেশ কয়েকবার সফর করেছেন। তবে এবারই প্রথম তিনি তাঁর নিজের শহরে ফেরেন। তাঁর আগমনকে ঘিরে কড়াকড়ি আরোপ করা হয় পুরো এলাকায়। তাঁর আগমনের সময়টিতে কিছু এলাকার রাস্তাঘাট আটকে দেওয়া হয়। হেলিকপ্টারে করে তাঁর সঙ্গে স্বামী এবং তাঁর বাবাও উপস্থিত ছিলেন।
একজন সরকারি কর্মকর্তা সংবাদ সংস্থা এএফপিকে জানান, মালালার সফরটি সম্পূর্ণ গোপন রাখা হয়েছিল, যাতে কোনো অপ্রত্যাশিত ঘটনা না ঘটে। এমনকি স্থানীয় বাসিন্দারাও তাঁর আগমনের বিষয়ে জানতেন না।
মালালা বারকানা গ্রামে তাঁর আত্মীয়দের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ২০১৮ সালে প্রতিষ্ঠিত একটি কলেজ পরিদর্শন করেন। এই কলেজে মেয়েদের বিনা মূল্যে শিক্ষা দেওয়া হয়। পুলিশ কর্মকর্তা আমজাদ আলম খান জানান, মালালা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, ক্লাস পরিদর্শন করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অধ্যবসায়ের আহ্বান জানান। ‘মালালা ফান্ডের’ মাধ্যমে ওই কলেজে বিনা মূল্যে উচ্চমানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এ ছাড়া সম্প্রতি বান্নু অঞ্চলের সামরিক ছাউনিতে সংঘটিত আত্মঘাতী হামলায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান মালালা। এই হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক এবং ৫ জন নিরাপত্তাকর্মী নিহত হন। আহত হয়েছেন আরও ৪২ জন।
মালালা বলেন, ‘আমি আমাদের সুন্দর দেশের প্রতিটি কোনায় শান্তি কামনা করি। বান্নুতে ঘটে যাওয়া সাম্প্রতিক হামলা হৃদয়বিদারক। নিহত ও আহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল এবং আমি আমার মাতৃভূমির প্রত্যেক মানুষের নিরাপত্তার জন্য প্রার্থনা করি।’
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৪ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগে