অনলাইন ডেস্ক
প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।
চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।
প্রতারণার অভিযোগে ভিয়েতনামে আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী এক ‘বিউটি কুইন’ ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একটি ভুয়া ফাইবার সম্পূরক পণ্যের প্রচারণা চালিয়েছিলেন।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া নগুয়েন থুক থুই তিয়েন ‘মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল’ প্রতিযোগিতার সাবেক বিজয়ী এবং ভিয়েতনামের পরিচিত মুখ। তিনি নিজের সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে ‘কেরা সুপারগ্রিনস গামিজ’ নামে একটি ফাইবারযুক্ত গামির (জেলি ক্যান্ডিবিশেষ) প্রচার করেছিলেন। তবে পরীক্ষায় দেখা যায়, গামিগুলোতে ঘোষিত পরিমাণে ফাইবার নেই।
নগুয়েন থুক থুই তিয়েন ওই পণ্যে প্রচার করেছিলেন যৌথভাবে আরও দুই জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক-এর সঙ্গে। তাঁরা দাবি করেছিলেন, প্রতিটি গামিতে এক প্লেট সবজির সমপরিমাণ (২০০ মিলিগ্রাম) ফাইবার রয়েছে। কিন্তু এক সাধারণ নাগরিক পণ্যটি পরীক্ষাগারে পাঠালে দেখা যায়, প্রতিটি গামিতে রয়েছে মাত্র ১৬ মিলিগ্রাম ফাইবার আছে।
পরবর্তীতে তদন্তে জানা যায়, গামিগুলোর উৎপাদনে ব্যবহৃত উপাদানগুলো ছিল নিম্নমানের ও কম ফাইবারযুক্ত। প্যাকেটেও ফাইবারের পরিমাণ উল্লেখ ছিল না। এমনকি এতে থাকা উচ্চমাত্রার সর্বিটল (একটি ল্যাক্সেটিভ উপাদান) সম্পর্কেও কিছু বলা হয়নি।
চলতি বছরের মার্চে তিন ইনফ্লুয়েন্সারকে জরিমানা করা হয় এবং তাঁরা জনগণের কাছে ক্ষমা চান। এরপর গত এপ্রিলে ফাম কোয়াং লিন ও হ্যাং ডু মুক সহ তাঁদের কোম্পানির কর্মকর্তারা এবং উৎপাদন প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গ্রেপ্তার হন। তাঁদের বিরুদ্ধে ভুয়া পণ্য উৎপাদন এবং গ্রাহক প্রতারণার অভিযোগ আনা হয়।
গ্রাহকদের বিভ্রান্ত করার অভিযোগে সর্বশেষ গতকাল সোমবার নগুয়েন থুক থুই তিয়েনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে, এই কেলেঙ্কারির আগে ১ লাখেরও বেশি গামির বাক্স বিক্রি হয়েছিল।
২০২১ সালে ব্যাংককে আয়োজিত আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা জেতার পর নগুয়েন থুক থুই তিয়েন ভিয়েতনামের অনেক ব্র্যান্ডের মুখপাত্র হন এবং বিভিন্ন রিয়েলিটি শো-তেও অংশ নেন। তিনি ভিয়েতনামের প্রধানমন্ত্রী ও কমিউনিস্ট পার্টির পক্ষ থেকেও সম্মাননা পেয়েছিলেন।
এদিন রাখিবন্ধন উপলক্ষে ভারতের গুরুগ্রামভিত্তিক ১২ বছরের পুরোনো কুইক-কমার্স কোম্পানি ব্লিংকিট, যা শহুরে মধ্যবিত্তের কেনাকাটার ধরন বদলে দিয়েছে, সেখানে কার্ল মার্ক্স ও ফ্রেডরিক এঙ্গেলস রচিত ‘দ্য কমিউনিস্ট মেনিফেস্টো’ সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্রের প্রথম খণ্ডের সঙ্গে ‘গিফট ফর সিস্টার্স’ বা ‘বোনদের...
৭ ঘণ্টা আগেইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার অভিযোগে গত কয়েক মাসে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির বিচার বিভাগ আজ শনিবার এ তথ্য জানিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেছে, এদের প্রতি কোনো দয়া দেখানো হবে না এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
৮ ঘণ্টা আগেইউক্রেন এক বিন্দু পিছপা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আজ শনিবার ভোরে তিনি বলেছেন, ইউক্রেনীয়রা তাদের জমি দখলদারদের হাতে তুলে দেবে না। এক ইঞ্চিও না।
৯ ঘণ্টা আগেগত বৃহস্পতিবার ইনস্টাগ্রামে একাধিক পোস্ট করে স্বামীর প্রতি সহানুভূতি দেখানোর আহ্বান জানান আবির। তাঁর স্বামীর সাজা ঘোষণার কয়েক দিন পর এই পোস্ট করেন তিনি। পাকিস্তানে বসবাসরত আবিরের ইনস্টাগ্রাম ও টিকটক মিলিয়ে অনুসারী রয়েছে ৫ লাখের বেশি।
১০ ঘণ্টা আগে