কিছুদিন ধরে কাবুলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হিসেবে গম দিচ্ছে তালেবান। এবার ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি সারা দেশে চালুর ঘোষণা দিল তালেবানের কৃষি মন্ত্রণালয়। অর্থসংকটের কারণে দেশটি এমনটি করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির পরিসর বৃদ্ধির ঘোষণা দিয়েছে তালেবান। এরই মধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তার বেতন হিসেবে গম দিচ্ছে তারা। জাতিসংঘের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ৪৪০ কোটি ডলারের মানবিক সহায়তা তহবিল গঠনের আহ্বান জানানোর পর তালেবান পক্ষ থেকে এ কথা জানা গেল।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফজেল বারি ফাজলি বলেন, ‘আমরা এরই মধ্যে পাকিস্তান থেকে ১৮ টন গম পেয়েছি। তারা আরও ৩৭ টন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভারত থেকে ৫৫ টন গম পাওয়ার চেষ্টা করছি।’
গত বছরের আগস্টে তালেবানে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রে দেশটির প্রায় সাড় নয় শ কোটি ডলার আটকে আছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করে। সংস্থাগুলো এসব সহায়তা কার্যক্রম তালেবানকে এড়িয়ে পরিচালনা করছে।
তালেবান পক্ষ থেকে এই ঘোষণা দেশটির ভঙ্গুর অর্থনীতির পরিচায়ক। বিবিসি জানায়, ভারতের কাছ থেকে পাওয়া গম দিয়েই এখন পর্যন্ত সরকারি কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। দেশটির ৪০ হাজার সরকারি কর্মীকে দিনে ১০ কেজি করে গম দেওয়া হচ্ছে এখন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র খালিদ বালতি গত মঙ্গলবার নানগারহার প্রদেশে নিহত হয়েছেন। অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সরকারের সঙ্গে গ্রুপটির সম্প্রতি অস্ত্র বিরতির আলোচনা চলার মধ্যে এ ঘটনা ঘটল। ৪০ বছর বয়সী বালতির হত্যাকাণ্ড ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
কিছুদিন ধরে কাবুলের সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন হিসেবে গম দিচ্ছে তালেবান। এবার ‘কাজের বিনিময়ে খাদ্য’ কর্মসূচি সারা দেশে চালুর ঘোষণা দিল তালেবানের কৃষি মন্ত্রণালয়। অর্থসংকটের কারণে দেশটি এমনটি করছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির পরিসর বৃদ্ধির ঘোষণা দিয়েছে তালেবান। এরই মধ্যে হাজার হাজার সরকারি কর্মকর্তার বেতন হিসেবে গম দিচ্ছে তারা। জাতিসংঘের পক্ষ থেকে আফগানিস্তানের জন্য ৪৪০ কোটি ডলারের মানবিক সহায়তা তহবিল গঠনের আহ্বান জানানোর পর তালেবান পক্ষ থেকে এ কথা জানা গেল।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের উপমন্ত্রী ফজেল বারি ফাজলি বলেন, ‘আমরা এরই মধ্যে পাকিস্তান থেকে ১৮ টন গম পেয়েছি। তারা আরও ৩৭ টন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আর ভারত থেকে ৫৫ টন গম পাওয়ার চেষ্টা করছি।’
গত বছরের আগস্টে তালেবানে ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা আফগানিস্তানের ওপর নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রে দেশটির প্রায় সাড় নয় শ কোটি ডলার আটকে আছে। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সংস্থাগুলো দেশটিতে মানবিক সহায়তা কার্যক্রম পুনরায় শুরু করে। সংস্থাগুলো এসব সহায়তা কার্যক্রম তালেবানকে এড়িয়ে পরিচালনা করছে।
তালেবান পক্ষ থেকে এই ঘোষণা দেশটির ভঙ্গুর অর্থনীতির পরিচায়ক। বিবিসি জানায়, ভারতের কাছ থেকে পাওয়া গম দিয়েই এখন পর্যন্ত সরকারি কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হচ্ছে। দেশটির ৪০ হাজার সরকারি কর্মীকে দিনে ১০ কেজি করে গম দেওয়া হচ্ছে এখন।
তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) মুখপাত্র খালিদ বালতি গত মঙ্গলবার নানগারহার প্রদেশে নিহত হয়েছেন। অজ্ঞাত ব্যক্তির গুলিতে তিনি হয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। পাকিস্তান সরকারের সঙ্গে গ্রুপটির সম্প্রতি অস্ত্র বিরতির আলোচনা চলার মধ্যে এ ঘটনা ঘটল। ৪০ বছর বয়সী বালতির হত্যাকাণ্ড ক্ষতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তালেবানের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।
কোকা-কোলা তাদের জনপ্রিয় কোমল পানীয় ‘অ্যাপলটাইজার’ বাজার থেকে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। ধারণা করা হচ্ছে, বিপজ্জনক মাত্রার রাসায়নিক উপাদান থাকার আশঙ্কায় এমন নির্দেশনা দিয়েছে কোকা-কোলা। এ ছাড়া যুক্তরাজ্য ও ইউরোপের ক্রেতাদের এই পণ্য না খাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।
৯ মিনিট আগেবিদেশি কোম্পানিগুলোকে বিরল খনিজ মজুত না করার নির্দেশ দিয়েছে চীন। বৈশ্বিক প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ এ খনিজের সরবরাহে প্রভাব বজায় রাখতে এবং সম্ভাব্য রপ্তানি সীমাবদ্ধতার মধ্যে বিদেশে মজুত রোধ করতে এ পদক্ষেপ নিয়েছে বেইজিং।
১ ঘণ্টা আগেভারতের রাজধানী দিল্লির ঐতিহাসিক হুমায়ুনের সমাধিসৌধ চত্বরে একটি গম্বুজ ধসে পড়েছে। এ ঘটনায় ধ্বংসস্তূপের নিচে অনেকের চাপা পড়ার আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, আজ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনার খবর পাওয়া যায়।
২ ঘণ্টা আগেআধুনিক ও দক্ষ পরিকাঠামোয় উন্নত ও বিশ্বব্যাপী আর্থিক কর্মকাণ্ডের একটি কেন্দ্র হিসেবে পরিচিত সিঙ্গাপুর পর্যটকদের জন্য জনপ্রিয়। সে সঙ্গে বহু বিদেশিও স্থায়ীভাবে বসবাসের জন্য দেশটিকে পছন্দের তালিকায় প্রথম দিকে রাখেন। স্থায়ীভাবে বসবাস করতে চাইলে সিঙ্গাপুরে পার্মানেন্ট রেসিডেন্সি (পিআর)...
৩ ঘণ্টা আগে