তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার তিন দিনের মধ্যেই হিজাব পরে স্কুলে ফিরতে শুরু করেছে হেরাত শহরের ছাত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান বাহিনীকে হারিয়ে চলতি মাসে একের পর এক এলাকা দখলে নেয় আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান। গত রোববার তালেবানের সদস্যরা কাবুল দখল করে। আর এর মাধ্যমেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ এসে পড়ে তালেবানের হাতে। এ সময়ে নিরাপত্তা সংকট ও ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানও। এমন পরিস্থিতিতে অনেকটাই বদলে গেছে আফগানিস্তানের স্বাভাবিক দৃশ্য। রাস্তায় রাস্তায় তালেবান সদস্যদের নিরাপত্তায় নেমেছেন।
এ প্রসঙ্গে শিক্ষার্থী রোকিয়া বলে, আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। আমরা আশা করি, তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই।
হেরাত ইরান সীমান্তবর্তী একটি শহর যা শিল্প-সাহিত্যের জন্য বিখ্যাত।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছে, হিজাব পরে নারীরা চলাফেরা এবং কর্মস্থলে যোগ দিতে পারবে। এতে তালেবান কোনো বাধা দেবে না।
পুনরায় স্কুল খোলায় হেরাত স্কুলের অধ্যক্ষ বসিরা বসিরতখা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হিজাব পরে অনেকেই স্কুলে ফিরেছে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শাসন করে তালেবান। তখন আফগানিস্তানে প্রাপ্ত বয়স্ক মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয় তালেবান সরকার।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার তিন দিনের মধ্যেই হিজাব পরে স্কুলে ফিরতে শুরু করেছে হেরাত শহরের ছাত্রীরা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আফগান বাহিনীকে হারিয়ে চলতি মাসে একের পর এক এলাকা দখলে নেয় আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান। গত রোববার তালেবানের সদস্যরা কাবুল দখল করে। আর এর মাধ্যমেই আফগানিস্তানের নিয়ন্ত্রণ এসে পড়ে তালেবানের হাতে। এ সময়ে নিরাপত্তা সংকট ও ভয়ে স্কুলে যাওয়া বন্ধ করে দেয় শিক্ষার্থীরা। বন্ধ হয়ে যায় শিক্ষাপ্রতিষ্ঠানও। এমন পরিস্থিতিতে অনেকটাই বদলে গেছে আফগানিস্তানের স্বাভাবিক দৃশ্য। রাস্তায় রাস্তায় তালেবান সদস্যদের নিরাপত্তায় নেমেছেন।
এ প্রসঙ্গে শিক্ষার্থী রোকিয়া বলে, আমরা অন্যান্য দেশের মতোই উন্নতি করতে চাই। আমরা আশা করি, তালেবান আমাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে। আমরা আর যুদ্ধ চাই না। এই দেশে শান্তি চাই।
হেরাত ইরান সীমান্তবর্তী একটি শহর যা শিল্প-সাহিত্যের জন্য বিখ্যাত।
গত মঙ্গলবার সংবাদ সম্মেলনে জানিয়ে দিয়েছে, হিজাব পরে নারীরা চলাফেরা এবং কর্মস্থলে যোগ দিতে পারবে। এতে তালেবান কোনো বাধা দেবে না।
পুনরায় স্কুল খোলায় হেরাত স্কুলের অধ্যক্ষ বসিরা বসিরতখা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, হিজাব পরে অনেকেই স্কুলে ফিরেছে।
১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত শাসন করে তালেবান। তখন আফগানিস্তানে প্রাপ্ত বয়স্ক মেয়েদের শিক্ষা বন্ধ করে দেয় তালেবান সরকার।
আটক ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা পরিচয়পত্র থেকে জানা গেছে তিনি বাংলাদেশ পুলিশে কর্মরত। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্তে কাঁটাতারের বেড়া নেই এমন একটি অংশ দিয়ে তিনি ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।
২ ঘণ্টা আগে‘শত্রুর শত্রু আমার বন্ধু’। ভারত ও চীনের এই সম্পর্ক ট্রাম্পের আমেরিকার প্রতি তাদের তীব্র অসন্তোষের ফল। তবে ভারতের জন্য এটি একটি কৌশলগত সুযোগ, যেখানে আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি থেকে দূরে থাকার পর এটি চীন ও রাশিয়ার মতো ওয়াশিংটনের প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে নতুন সম্পর্ক তৈরির সুযোগ নিতে পারে।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র যখন পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, যুক্তরাষ্ট্র অতীত ইতিহাস ভুলে যাচ্ছে। তিনি মনে করিয়ে দেন, আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার প্রতিষ্ঠাতাপ্রধান ওসামা বিন লাদেনকে ২০১১ সালে পাকিস্তানের সামরিক শহর অ্যাবোটাবাদে খুঁজে পাওয়া
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রে ডাক পরিষেবা সাময়িকভাবে বন্ধ করার ঘোষণা দিয়েছে ভারতের ডাক বিভাগ। ২৫ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতির কারণে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ভারতীয় ডাক বিভাগ।
৬ ঘণ্টা আগে