Ajker Patrika

সিঙ্গাপুর-হংকংয়ে নিষিদ্ধ দুই ভারতীয় ব্র্যান্ডের মসলা

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১৩: ৪৯
সিঙ্গাপুর-হংকংয়ে নিষিদ্ধ দুই ভারতীয় ব্র্যান্ডের মসলা

সিঙ্গাপুর ও হংকংয়ে নিষিদ্ধ করা হয়েছে ভারতের দুটি ব্র্যান্ডের মসলা। ব্র্যান্ড দুটি হলো এমডিএইচ ও এভারেস্ট। গুণমানের বিষয়টি বিবেচনায় নিয়ে সিঙ্গাপুর ও হংকং কর্তৃপক্ষ ব্র্যান্ড দুটির নির্দিষ্টসংখ্যক প্যাকেটজাত মসলা নিষিদ্ধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ তাদের বাজারে প্রচলিত এ দুটি ব্র্যান্ডের মসলা কেনা থেকে বিরত থাকার জন্য ক্রেতাদের পরামর্শ দিয়েছে। পাশাপাশি বিক্রেতাদেরও এই ব্র্যান্ড দুটির মসলা বিক্রিতে নিষেধ করা হয়েছে। আর সিঙ্গাপুরের খাদ্য সংস্থা এমডিএইচ ও এভারেস্ট ব্র্যান্ডের নির্দিষ্ট ধরনের মসলাকে বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এমডিএইচ ও এভারেস্টের মসলায় ক্যানসার সৃষ্টিকারী উপাদান পাওয়ার তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, মাছ রান্নায় ব্যবহৃত ভারতীয় কোম্পানি এমডিএইচের তিন ধরনের গুঁড়া মসলা ও এভারেস্টের একটি গুঁড়া মসলার বিক্রি চলতি মাসে স্থগিত করেছে হংকং। 

এদিকে, ভারতের বাণিজ্য মন্ত্রণালয় সিঙ্গাপুর ও হংকংয়ে ভারতীয় দূতাবাসকে এই নিষেধাজ্ঞার কারণ সম্পর্কে একটি বিশদ প্রতিবেদন পাঠাতে নির্দেশ দিয়েছে। এ ছাড়া, এমডিএইচ ও এভারেস্টকেও এই নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানানোর নির্দেশ দিয়েছে। 

বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, কোম্পানিগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। কেন তাদের পণ্য প্রত্যাখ্যান করা হয়েছে তার মূল কারণ জেনে এবং সংশ্লিষ্ট রপ্তানিকারকদের সঙ্গে আলাপ করে সংশোধনমূলক ব্যবস্থা নির্ধারণ করা হবে। ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, সিঙ্গাপুর ও হংকংয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ফাইল বাসায় নিয়ে গায়েব করেন উপদেষ্টা— আসিফ মাহমুদের বিরুদ্ধে চট্টগ্রামের মেয়রের অভিযোগ

চীনা যুদ্ধবিমান থেকে এলএস-৬ বোমা ফেলে কেন নিজ দেশে ‘হত্যাযজ্ঞ’ চালাল পাকিস্তান

ফিলিস্তিনকে আজই রাষ্ট্রের স্বীকৃতি দেবে আরও ৬ দেশ, বিরোধিতা ইসরায়েল–যুক্তরাষ্ট্রের

ধর্ষণের শিকার শিশুর স্বজনকে মারতে উদ্যত হওয়া সেই চিকিৎসক বরখাস্ত

ভবদহের দুঃখ ঘোচাতে আসছে সেনাবাহিনী, খনন করবে ৫ নদ-নদীর ৮১.৫ কিমি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত