Ajker Patrika

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে করোনার নতুন ধরন, নাম মিউ

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৫
বিশ্ব স্বাস্থ্য সংস্থার পর্যবেক্ষণে করোনার নতুন ধরন, নাম মিউ

করোনার নতুন একটি ধরনকে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ধরনটির নাম মিউ দিয়েছে জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই সংস্থাটি। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহামারি বিষয়ক বুলেটিনে এমনটি জানানো হয়। 

গত জানুয়ারিতে নতুন ধরন বি.১. ৬২১ ধরনটি কলম্বিয়াতে শনাক্ত হয়। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হয়, এই ভ্যারিয়েন্টটির কিছু মিউটেশন হয়েছে যেটি ভ্যাকসিনকে অকার্যকর করে দিতে পারে। এ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার বুলেটিনে বলা হয়, মিউ ভ্যারিয়েন্টের কিছু মিউটেশন হয়েছে যেগুলো রোগপ্রতিরোধ ক্ষমতা নষ্ট করার ইঙ্গিত দেয়। 

করোনার নতুন ধরন নিয়ে শঙ্কিত বিশ্ব। এখন পর্যন্ত সবচেয়ে করোনার বেশি সংক্রামক ধরন হলো ডেলটা। এটি ভারতে প্রথম শনাক্ত হয়। বিশ্বের বিভিন্ন দেশে এই ধরনের কারণে করোনার সংক্রমণ বেড়েছে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচটি ধরনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদের মধ্যে আলফা ভ্যারিয়েন্টটি ১৯৩টি দেশে শনাক্ত করা হয়েছে এবং ডেলটা ধরনটি ১৭০টি দেশে শনাক্ত করা হয়েছে। 

করোনার মিউ ধরনটি কলম্বিয়ায় শনাক্ত হওয়ার পর দক্ষিণ আমেরিকার এবং ইউরোপেও পাওয়া গেছে। বিশ্বের শূন্য দশমিক ১ শতাংশেরও কম রোগী আছে এই ধরনে আক্রান্ত। তবে কলম্বিয়ার ৩৯ শতাংশই এই ধরনে আক্রান্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত