Ajker Patrika

বিশ্বে করোনা শনাক্ত ২৫ কোটি ছাড়াল

আজকের পত্রিকা ডেস্ক
বিশ্বে করোনা শনাক্ত ২৫ কোটি ছাড়াল

মহামারি করোনাভাইরাস রুখতে চলছে টিকাদান কার্যক্রম। সংক্রমণ কমে যাওয়ায় ধীরে ধীরে বিধিনিষেধ তুলে নিতে শুরু করেছে অনেক দেশ। এরই মধ্যে নতুন মাইলফলক স্পর্শ করেছে এ ভাইরাস। ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বব্যাপী মোট করোনা আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ছাড়িয়েছে। কিছুদিন আগে করোনায় মৃত্যুর সংখ্যা ৫০ লাখের মাইলফলক ছাড়িয়ে যায়। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ২৫ কোটি ৫ লাখ ৫৩ হাজার ১১৯ জন। করোনায় মৃত্যু হয়েছে ৫০ লাখ ৬৩ হাজার ৭৪৭ জনের। করোনা থেকে সেরে উঠেছেন ২২ কোটি ৬৭ লাখ ৯০ হাজার ২১০ জন। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, আগামী ফেব্রুয়ারিতে ইউরোপে কোভিডে আরও ৫ লাখ মানুষের মৃত্যু হতে পারে। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।    

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত