Ajker Patrika

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া

আপডেট : ২৩ জুলাই ২০২১, ১০: ৩৯
করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া

বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬১ হাজার ৬৪০ জন করোনা শনাক্ত হয়েছেন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ কোটি ৫২ লাখ ১৩ হাজার ৫৮৩ জন করোনা শনাক্ত হয়েছেন। মোট মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ১৭২ জন।

এক দিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে এক দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৪৯ এবং শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৫০৯ জন। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩০ লাখ ৩৩ হাজার ৩৩৯ এবং মৃত্যু হয়েছে ৭৯ হাজার ৩২ জনের। 

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৪৪ এবং নতুন করে শনাক্ত হয়েছেন ৪৯ হাজার ৬০৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৯৫ লাখ ২৪ হাজার ৯২ এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ১৩৪ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮১ এবং শনাক্ত হয়েছেন ৩৪ হাজার ৮৬৫ জন। দেশটিতে মোট শনাক্ত ৩ কোটি ১২ লাখ ৯১ হাজার ৭০৪ এবং মারা গেছেন ৪ লাখ ১৯ হাজার ৫০২ জন।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৭ হাজার ৬৬৭ জন; যা আগের দিনের তুলনায় প্রায় ৪ হাজার বেশি। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮ হাজার ৫৫৩ জন; যা আগের দিনের তুলনায় ১৪ জন বেশি। বিশ্বে এ পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ কোটি ৩৩ লাখ ৬৪ হাজার ২২২। আর মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ লাখ ৫০ হাজার ৬৪০। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত