Ajker Patrika

রাতারাতি কমলা রঙের হয়ে গেল নদীর পানি

রাতারাতি কমলা রঙের হয়ে গেল নদীর পানি

আগের দিনও সব ঠিকঠাক ছিল। কিন্তু সোমবার এক অবিশ্বাস্য ঘটনার মুখোমুখি হলো যুক্তরাজ্যের ওয়েলসের মানুষ। বিস্ফোরিত চোখে তারা দেখল, শহরের বুক চিড়ে বয়ে যাওয়া তাদের চিরচেনা ‘ডি’ নদীটির পানি পুরোপুরি কমলা রঙের হয়ে গেছে!

যথারীতি যা হওয়ার তাই হলো। বিষয়টি নিয়ে ফেসবুক টুইটারে হুমড়ি খেয়ে পড়লেন শহরটির বাসিন্দারা। কেউ বলছেন, পানি দূষিত হয়ে গেছে। কারও মতে, জোয়ারের কারণে এমন হয়েছে। কেউ কেউ বিষয়টিকে সুন্দর বলেও মন্তব্য করছেন।

একজন আবার রাজনৈতিক মন্তব্যও করেছেন। তার ধারণা সম্প্রতি যুক্তরাজ্য সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্প হয় তো এখানে ডুব দিয়ে গেছেন।

স্থানীয় গণমাধ্যম নর্থ ওয়েলস লাইভকে শহরটির বাসিন্দা অ্যান্ডি গ্রে বলেন, ‘গত ১৫ বছর ধরে আমার কুকুরটিকে নিয়ে নদীটির পার দিয়ে প্রতিদিন হাঁটি। এমন দৃশ্য এর আগে কোনো দিন দেখিনি। আমার মতো অন্যরাও পানি দেখে অবাক হচ্ছেন। থমকে দাঁড়িয়ে কেউ কেউ ছবি তুলছেন।

তবে কিছু লোক মনে করছেন, কয়েক দিনের ভারী বৃষ্টিতে হয় সম্ভবত লোহার আকরিকের স্তর ভেসে গেছে। লোহা অক্সিজেনের সংস্পর্শে এলে আয়রন-অক্সাইড তৈরি হয়, যার রঙ কমলা।

বিষয়টি নিয়ে ‘ন্যাচারাল রিসোর্সেস ওয়েলস’ কর্তৃপক্ষ বলেছে, এর জন্য সাম্প্রতিক আবহাওয়াই দায়ী।

বিষয়:

নদীপানি
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভিসা ছাড়া পাকিস্তান সফরের চুক্তি হতে পারে শিগগির

স্ত্রীকে হতে হবে নোরা ফাতেহির মতো, না খাইয়ে রেখে তিন ঘণ্টা করে ব্যায়াম করান স্বামী

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

বাংলা বলায় কলকাতার মার্কেটে ছুরি, বন্দুকের বাঁট ও হকিস্টিক নিয়ে ছাত্রদের ওপর হামলা

ঢাকা কলেজের বাস ভাঙচুর, আবারও শিক্ষার্থীদের সংঘর্ষ, পুলিশের টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত