২০২২ সালে বিশ্বজুড়ে সহিংসতার শিকার হয়ে মোট ৮৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন।
‘মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উন্নয়ন’ শীর্ষক এই প্রতিবেদনে গতবারের নিহতের যে সংখ্যা দেওয়া হয়েছে, তা ২০২১ সালের দ্বিগুণের কাছাকাছি, তখন এই সংখ্যা ছিল ৫৫।
এ তথ্যকে ‘আশঙ্কাজনক’ আখ্যা দিয়ে ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজোলে বলেছেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতাকে রুখতে সব সরকারকে অবশ্যই তৎপরতা বাড়াতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ, এ ধরনের সহিংস পরিবেশ তৈরির প্রধান কারণই হলো সরকারগুলোর উদাসীনতা।’
প্রতিবেদনের তথ্য তুলে ইউনেসকোর এক বিবৃতিতে বলা হয়, হত্যা ছাড়াও ২০২২ সালে সাংবাদিকেরা গুম, অপহরণ, নির্বিচারে আটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানিসহ আরও নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
সাংবাদিকেরা এখন কোথাও নিরাপদ নন। কারণ, গত বছর নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেককেই খবর সংগ্রহের কাজে নিয়োজিত থাকার সময় হত্যা করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে ভ্রমণের সময়, কয়েকজনকে পার্কিং লটে বা অন্য কোনো উন্মুক্ত জায়গায় হত্যা করা হয়।
ইউনেসকোর বলছে, মানহানি আইন, সাইবার আইন, ও ‘ভুয়া খবর’ বিরোধী আইনের প্রয়োগের মাধ্যমে বাক্-স্বাধীনতা সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদের কাজের পরিবেশকে বিষাক্ত করে তোলা হয়েছে।
সাংবাদিকদের জন্য ২০২০ সালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলগুলো। কারণ, এ দুই অঞ্চলে এই সময়ে ৪৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৬টি এবং পূর্ব ইউরোপে ১১টি হত্যাকাণ্ড হয়। স্বতন্ত্র দেশ হিসেবে সর্বোচ্চ ১৯টি হত্যাকাণ্ড হয় মেক্সিকোতে। এ ছাড়া ইউক্রেনে ১০টি এবং হাইতি ৯টি হত্যাকাণ্ড হয়েছে।
বেশির ভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণেই সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এর বাইরে দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয়ের খবর দেওয়ার জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হযেছে।
আরও পড়ুন:
এ বছর এক বাংলাদেশিসহ বিশ্বের ৬৬ সাংবাদিক নিহত: আইপিআই
বুড়িচংয়ে মাদক কারবারির গুলিতে সংবাদকর্মী নিহত
আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরায়েল
সাংবাদিকদের সবচেয়ে বড় কারাগার চীন
মেক্সিকোতে এক মাসে খুন ৩ সাংবাদিক
ইউক্রেনে মার্কিন সাংবাদিক নিহত
সব সাংবাদিককে নোবেল পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া রেসা
ইউক্রেনে ৬ সাংবাদিক নিহত, আহত ৮: পিইসি
২০২২ সালে বিশ্বজুড়ে সহিংসতার শিকার হয়ে মোট ৮৬ সাংবাদিকের মৃত্যু হয়েছে বলে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর প্রতিবেদনে উঠে এসেছে। অর্থাৎ প্রতি চার দিনে একজন সাংবাদিক নিহত হয়েছেন।
‘মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের উন্নয়ন’ শীর্ষক এই প্রতিবেদনে গতবারের নিহতের যে সংখ্যা দেওয়া হয়েছে, তা ২০২১ সালের দ্বিগুণের কাছাকাছি, তখন এই সংখ্যা ছিল ৫৫।
এ তথ্যকে ‘আশঙ্কাজনক’ আখ্যা দিয়ে ইউনেসকোর মহাপরিচালক অড্রে আজোলে বলেছেন, ‘সাংবাদিকদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতাকে রুখতে সব সরকারকে অবশ্যই তৎপরতা বাড়াতে হবে এবং অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। কারণ, এ ধরনের সহিংস পরিবেশ তৈরির প্রধান কারণই হলো সরকারগুলোর উদাসীনতা।’
প্রতিবেদনের তথ্য তুলে ইউনেসকোর এক বিবৃতিতে বলা হয়, হত্যা ছাড়াও ২০২২ সালে সাংবাদিকেরা গুম, অপহরণ, নির্বিচারে আটক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানিসহ আরও নানা ধরনের সহিংসতার শিকার হয়েছেন।
সাংবাদিকেরা এখন কোথাও নিরাপদ নন। কারণ, গত বছর নিহত সাংবাদিকদের প্রায় অর্ধেককেই খবর সংগ্রহের কাজে নিয়োজিত থাকার সময় হত্যা করা হয়েছে। এর মধ্যে কয়েকজনকে ভ্রমণের সময়, কয়েকজনকে পার্কিং লটে বা অন্য কোনো উন্মুক্ত জায়গায় হত্যা করা হয়।
ইউনেসকোর বলছে, মানহানি আইন, সাইবার আইন, ও ‘ভুয়া খবর’ বিরোধী আইনের প্রয়োগের মাধ্যমে বাক্-স্বাধীনতা সীমিত করা হয়েছে এবং সাংবাদিকদের কাজের পরিবেশকে বিষাক্ত করে তোলা হয়েছে।
সাংবাদিকদের জন্য ২০২০ সালে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলগুলো। কারণ, এ দুই অঞ্চলে এই সময়ে ৪৪ জন সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ছাড়া এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ১৬টি এবং পূর্ব ইউরোপে ১১টি হত্যাকাণ্ড হয়। স্বতন্ত্র দেশ হিসেবে সর্বোচ্চ ১৯টি হত্যাকাণ্ড হয় মেক্সিকোতে। এ ছাড়া ইউক্রেনে ১০টি এবং হাইতি ৯টি হত্যাকাণ্ড হয়েছে।
বেশির ভাগ ক্ষেত্রেই সংঘটিত অপরাধ, সশস্ত্র সংঘাত বা চরমপন্থার উত্থান নিয়ে প্রতিবেদনের কারণেই সাংবাদিকদের হত্যা করা হয়েছে। এর বাইরে দুর্নীতি, পরিবেশগত অপরাধ, ক্ষমতার অপব্যবহার ও প্রতিবাদের মতো স্পর্শকাতর বিষয়ের খবর দেওয়ার জন্যও অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদনে তুলে ধরা হযেছে।
আরও পড়ুন:
এ বছর এক বাংলাদেশিসহ বিশ্বের ৬৬ সাংবাদিক নিহত: আইপিআই
বুড়িচংয়ে মাদক কারবারির গুলিতে সংবাদকর্মী নিহত
আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করল ইসরায়েল
সাংবাদিকদের সবচেয়ে বড় কারাগার চীন
মেক্সিকোতে এক মাসে খুন ৩ সাংবাদিক
ইউক্রেনে মার্কিন সাংবাদিক নিহত
সব সাংবাদিককে নোবেল পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া রেসা
ইউক্রেনে ৬ সাংবাদিক নিহত, আহত ৮: পিইসি
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
১৯ মিনিট আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
১ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
২ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৪ ঘণ্টা আগে