Ajker Patrika

বিশ্বে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে একদিনে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা ফের কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৫৬ জন। যা আগের দিন ছিল ৮ হাজার ৮৯১ জন। প্রায় আড়াই হাজার মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৭ লাখ ৯৫ হাজার ৮৯৩ জন। আগের দিন শনাক্ত ছিল ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জন। আগের দিনের তুলনায় সাত লাখেরও বেশি শনাক্ত কমেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে ফ্রান্সে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৩২০ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৬৭ জনের। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১২ হাজার ৩১৪ জন এবং মারা গেছেন ৮৪১ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ ২৩ হাজার ৬৭৮ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ১০ হাজার ১৩৬ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২৭ কোটি ৮১ লাখ ৪২ হাজার ২৮৫ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত