Ajker Patrika

ভ্যাকসিন সঙ্কটের জেরে বলসোনারোর মন্ত্রিসভায় বড় রদবদল

ভ্যাকসিন সঙ্কটের জেরে বলসোনারোর মন্ত্রিসভায় বড় রদবদল

মন্ত্রিসভায় বড় রদবদল আনলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো। স্থানীয় সময় সোমবার দেশটির ছয়জন মন্ত্রী পরিবর্তন করা হয়েছে। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো মন্ত্রিসভায় এত বড় রদবদল আনলেন বলসোনারো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, ব্রাজিলের পররাষ্ট্র এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রী পরিবর্তন করেছেন বলসোনারো।

করোনা মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে শুরু থেকেই বিতর্কে জড়িয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। সম্প্রতি দেশটিতে করোনা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

করোনা মহামারির শুরুর পর থেকে ব্রাজিলে ৩ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ২০ লাখের বেশি করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

বিবিসি জানায়, চীন, ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো সম্পর্ক না থাকায় ব্রাজিল ভ্যাকসিন পায়নি বলে সম্প্রতি অভিযোগ তোলেন দেশটির সংসদ সদস্যরা। এই অভিযোগের পর বলসোনারোর বিশ্বস্ত হিসেবে পরিচিত পররাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাজো পদত্যাগ করেন। তার পরিবর্তে ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান কার্লোস আলবার্তো ফ্রাঙ্কো ফ্রাঁসোয়া।

তবে সবচেয়ে বিস্ময়কর পরিবর্তনটি এসেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। ফার্নান্দো আজেভেদো ই সিলভাকে সরিয়ে এ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ওয়াল্টার সওজা ব্রাগা নেত্তোকে।

এছাড়া জেনারেল লুইস দুয়ার্দো রামোসকে ব্রাজিলের প্রেসিডেন্টের নতুন চিফ অব স্টাফ পদে নিয়োগ দেওয়া হয়েছে। আর পুলিশ কর্মকর্তা অ্যান্ডারসন তরেসকে দেওয়া হয়েছে বিচারমন্ত্রীর দায়িত্ব।

সূত্র:  বিবিসি

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত