Ajker Patrika

ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় ভু্গেছেন পুতিন

আপডেট : ২৮ মার্চ ২০২১, ২০: ৪২
ভ্যাকসিন নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ায় ভু্গেছেন পুতিন

করোনাভাইরাসের ভ্যাকসিন নিয়ে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়ায় ভুগেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন । আজ রোববার  রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন রসিয়া ১ টি টিভিকে  দেওয়া সাক্ষাতকারে এমনটি জানিয়েছেন তিনি।

গত মঙ্গলবার (২৩ মার্চ) করোনার ভ্যাকসিন গ্রহণ করেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে পুতিন বলেন, ‘ভ্যাকসিন নেওয়ার পরদিন সকালে জেগে উঠি । তখন আমার শরীরে সামান্য ব্যাথা ছিল। আমি থার্মোমিটার নিয়ে দেহের তাপমাত্রা মাপি। তবে সেটি স্বাভাবিক ছিল’।

পুতিন জানান, রাশিয়ার তৈরি ভ্যাকসিনই তার দেহে প্রয়োগ করা হয়েছে। তবে কোনটি দেওয়া হয়েছে সেটি তিনি জানেন না।

 গত ডিসেম্বরে পুতিনকে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্রেমলিন। তবে পুতিন এ প্রসঙ্গে বলেছেন, তিনি যে ভ্যাকসিন নেওয়ার পরিকল্পনা করেছেন তার সঙ্গে অন্য ভ্যাকসিন যুক্ত করার প্রয়োজন ছিল বলেই তার নিতে দেরি হয়েছে।     

 রাশিয়ার ভ্যাকসিনগুলো মধ্যে বিশ্বব্যাপী পরিচিতি পেয়েছে স্পুটনিক-৫ ভ্যাকসিনটি। পুতিন বলেছেন, রাশিয়ায় তৈরি সবগুলো ভ্যাকসিনই প্রায় একই গুণসম্পন্ন। 

  রাশিয়ার জরিপসংস্থা লেভাদা সেন্টারের গত ১ মার্চের করা এক জরিপে বলা হয়,  দুই-তৃতীয়াংশ রুশ নাগরিক করোনার টিকা নিতে আগ্রহী নয়। এর অন্যতম কারণ হিসেবে টিকা নিয়ে পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি উল্লেখ করেন তারা।

 গত ডিসেম্বরে রাশিয়ায় ভ্যাকসিন প্রয়োগ কার্যক্রম শুরু হয়। গত সোমবার( ২২ মার্চ) পুতিন জানিয়েছিলেন, রাশিয়ার মোট ১৪ কোটি ৪০ লাখ জনসংখ্যার মধ্যে ৪৩ লাখ মানুষ করোনার একটি ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন।

সূত্র: রয়টার্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত