Ajker Patrika

সুইফট থেকে বিচ্ছিন্ন হচ্ছে রাশিয়ার ব্যাংক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৩
সুইফট থেকে বিচ্ছিন্ন হচ্ছে রাশিয়ার ব্যাংক

আর্থিক লেনদেনের বার্তা আদান-প্রদানকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান সুইফট পেমেন্ট নেটওয়ার্ক থেকে রাশিয়ার ব্যাংকগুলোকে নিষিদ্ধ করার ব্যাপারে সম্মত হয়েছেন যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, কানাডা, যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। রুশ বার্তা সংস্থা তাসকে এ তথ্য নিশ্চিত করেছেন জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেনস্ট্রেইট। 

স্টিফেন হেবেনস্ট্রেইট তাসকে বলেন, রাশিয়ার যে ব্যাংকগুলো ইতিমধ্যে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, সেগুলোসহ অন্য সব ব্যাংককে সুইফট থেকে বিচ্ছিন্ন করা হবে। 

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ‘আমরা রাশিয়ার সমস্ত ব্যাংককে সুইফট থেকে বিচ্ছিন্ন করে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। একই সঙ্গে আমরা রাশিয়ার আমদানি-রপ্তানিকেও ব্লক করে দেব।’ 

এদিকে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি পশ্চিমা দেশগুলোর নেতাদের এক যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘রুশ বাহিনী যেহেতু কিয়েভ ও ইউক্রেনের অন্যান্য শহরে তাণ্ডব চালাচ্ছে, সেহেতু আমরা রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগির আমরা এ সিদ্ধান্ত বাস্তবায়ন করব।’

বিবিসিকে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেন বলেছেন, ‘আমরা পুতিনকে তাঁর যুদ্ধের তহবিল ব্যবহার করা থেকে বিরত রাখতেই এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা রাশিয়ার ব্যাংকগুলোকে পঙ্গু করে দেব। এসব পদক্ষেপের কারণে পুতিনের যুদ্ধে বিনিয়োগ করা কঠিন হয়ে উঠবে।’ 

সুইফট থেকে রাশিয়াকে বিচ্ছিন্ন করার ব্যাপারে একটি টুইট করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি লিখেছেন, ‘আজ রাতে আমরা আন্তর্জাতিক মিত্রদের সঙ্গে বৈঠক করে রাশিয়াকে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের মধ্যে রয়েছে রাশিয়ার ব্যাংকগুলোকে সুইফট থেকে বের করে দেওয়া।’

পশ্চিমা দেশগুলোর এই সিদ্ধান্তের প্রশংসা করেছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস স্যামিহাল। এক টুইটার বার্তায় তিনি বলেছেন, এই দুঃসময়ে এটি একটি সত্যিকারের সাহায্য। 

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর রাশিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। 

বেলজিয়ামভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন বা সুইফট হলো দ্রুত ও নিরাপদে আন্তর্জাতিক লেনদেনের প্রধান ব্যবস্থা। বিশ্বের দুই শতাধিক দেশে ১১ হাজার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে এটি যুক্ত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ডে স্থায়ী বসবাসের আবেদন করবেন যেভাবে

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ফখরুল

শ্বশুরবাড়ি যাওয়া হলো না জাবি শিক্ষক মৌমিতার

অনিয়মের অভিযোগ এনে জাকসু নির্বাচন কমিশন সদস্যের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত