Ajker Patrika

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৪৩ হাজার

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ১১: ০৭
বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ লাখ ৪৩ হাজার

ঢাকা: বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে।   গত একদিনে সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সাড়ে ৯ হাজারের বেশি মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে সাত লাখ ২৮ হাজার।

এখন পর্যন্ত বিশ্বব্যাপী প্রায় ১৪ কোটি ২৬ লাখ ৮৮ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। অন্যদিকে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে প্রায় ৩০ লাখ ৪৩ হাজার। আজ মঙ্গলবার সকালে আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারস থেকে পাওয়া তথ্যে এমনটি জানা গেছে। 

সংস্থাটির সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৫ লাখ ৮১ হাজার ৫৪২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সংক্রমণ শনাক্ত হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৪৩ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫০ লাখ ৪৩ হাজার ৪৬৩ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সর্বোচ্চ সংক্রমণের তালিকায় বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে দেশ ভারত।  ভারতে এখন পর্যন্ত  ১ কোটি ৫৩ লাখ ১৪ হাজার ৭১৪ জন করোনা রোগী শনাক্ত  হয়েছে। মারা গেছেন ১ লাখ ৮০ হাজার ৫৫০ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৩ হাজার ২২০ জন।

সর্বোচ্চ সংক্রমণের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৭১৩ জন  করোনা রোগী শনাক্ত করা হয়েছে । এদের মধ্যে মারা গেছেন ৩ লাখ ৭৫ হাজার ৪৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ২৪ লাখ ৬০ হাজার ৭১২ জন।

করোনা সংক্রমণের তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। এখন পর্যন্ত দেশে ৭ লাখ ২৩ হাজার ২২১ জনের শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০ হাজার ৪৯৭ জনের। সেরে উঠেছেন ছয় লাখ ২১ হাজার ৩০০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত