Ajker Patrika

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ-আমেরিকা-চীন 

তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপ-আমেরিকা-চীন 

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় ধরনের বন্যার পর এবার তীব্র দাবদাহের মুখে পড়েছে চীন। একই অবস্থা ইউরোপ ও আমেরিকার একাধিক দেশে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসে পার হতে পারে এমন আশঙ্কায় দেশটির ৮৪টি শহরে জরুরি সতর্কতা জারি করা হয়েছে। 

চীনের অন্যতম সমুদ্রবন্দর সাংহাইয়ে ১৮৭৩ সালের পর এবার টানা ১৫ দিন ধরে ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শহরটির চিড়িয়াখানার প্রাণীদের জন্য দিনে প্রায় ৮ টন করে আইসক্রিম সরবরাহ করছে কর্তৃপক্ষ। চীনের চংকিং শহরে তীব্র গরমের কারণে একটি জাদুঘরের ছাদ ধসে পড়ার খবর পাওয়া গেছে। হিট স্ট্রোক এড়াতে বাসিন্দাদের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে শহরগুলোর প্রশাসন। 

এদিকে, তীব্র তাপমাত্রায় যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। টেক্সাস, কলোরাডো, ওকলাহোমা, আরকানসাসসহ কয়েকটি শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস পেরিয়েছে। টেক্সাসে গরমে বিদ্যুতের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। গত শুক্রবার অ্যারিজোনার প্রাদেশিক রাজধানী ফনিক্সে ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

ইউরোপের কয়েকটি দেশে তীব্র দাবদাহের পাশাপাশি স্পেন ও পর্তুগালের বনাঞ্চলে দাবানল শুরু হয়েছে। পর্তুগালের সীমান্তবর্তী ওরেম এলাকায় শুরু হওয়া দাবানলের মেঘ ও ছাই রাজধানী লিসবন থেকে দেখা গেছে। 

পশ্চিম স্পেনের লা হার্দেসে দাবানলে প্রায় ১৫ হাজার হেক্টর বনাঞ্চল পুড়ে যাওয়ার কথা জানিয়েছে ইউরো নিউজ। ইতিমধ্যে এলাকাটি থেকে প্রায় ৪০০ বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সের আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি সপ্তাহে দেশের কয়েকটি অঞ্চলে তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত