Ajker Patrika

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় অন্তত ২৫ জেলে নিহত

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় অন্তত ২৫ জেলে নিহত

নাইজেরিয়ার বর্নো রাজ্যে জঙ্গি হামলায় অন্তত ২৫ জন জেলে নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) জেলে অধ্যুষিত ডিকওয়া শহরে এই হামলা হয়। স্থানীয় বাসিন্দা ও পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

পুলিশ কমিশনার আবু উমর এ হামলার জন্য জঙ্গিগোষ্ঠী বোকো হারামকে দায়ী করছে। পৃথক ঘটনায় এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি। 

ডিকওয়া শহরের অবস্থান বোকো হারামের শক্ত ঘাঁটি সামবিসা জঙ্গলের কাছে। তবে এলাকাটিতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্সেরও উপস্থিতি আছে। অঞ্চলটিতে দুই পক্ষ পরস্পরের বিরুদ্ধে লড়াই করছে। 
 
পুনরুদ্ধার কার্যক্রমে সামরিক বাহিনীর সঙ্গে কাজ করা স্থানীয় বাসিন্দা বুলামা মোদু জানান, মোট ৩৩ জন জেলে নিহত হয়েছেন। এদের মধ্যে ২৫ জনের মরদেহ হামলার স্থান থেকে উদ্ধার করা হয়। আর বাকি ৮ জনের মরদেহ বৃহস্পতিবার উদ্ধার করা হয়েছে। 

হামলার সময় পালিয়ে বেঁচে যাওয়া স্থানীয় এক বাসিন্দা জানান, কয়েক সপ্তাহ আগে সেনাবাহিনী জঙ্গিদের ঘাঁটিতে হামলা চালিয়েছিল। জেলেরা সেনাবাহিনীকে তথ্য দিচ্ছে বলে সন্দেহ করে জঙ্গিরা এ হামলা চালায়। তবে এই বিষয়ে নাইজেরিয়ার সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ২০০৯ সাল থেকে লড়াই শুরু করে জঙ্গিগোষ্ঠী বোকো হারাম। জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সাড়ে তিন লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আর জীবন বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে বাস্তুচ্যুত হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত