Ajker Patrika

স্বামী হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক কংগ্রেস ওমেনের কারাদণ্ড

স্বামী হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক কংগ্রেস ওমেনের কারাদণ্ড

স্বামীকে হত্যার অভিযোগে ব্রাজিলের সাবেক নারী কংগ্রেস ফ্লোরডেলিস ডস সান্তোস ডি সুজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংসদের নিম্নকক্ষে ভোটের মাধ্যমে তাঁর সদস্য পদ বাতিলের পর শুক্রবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

২০১৯ সালে বাড়ির গ্যারেজে ৩০টি গুলি করে ফ্লোরডেলিসের স্বামী যাজক অ্যান্ডারসন ডো কারমোকে হত্যা করা হয়। এ হত্যার পর থেকেই অভিযোগ উঠে আসছিল, হত্যাকাণ্ডে জড়িত ১০ জনের সঙ্গে ফ্লোরডেলিসেরও যোগসাজশ ছিল। তবে রিও ডি জেনিরো রাজ্যের প্রতিনিধিত্বকারী ফেডারেল ডেপুটি হওয়ায় এত দিন তাঁর বিরুদ্ধে মামলা হয়নি। 

ফ্লোরডেলিস ডস সান্তোস ডি সুজা ও যাজক অ্যান্ডারসনবুধবার ব্রাজিলের নিম্নকক্ষ তাঁকে পদচ্যুত করার পক্ষে ভোট দেয়। পরে একজন বিচারক আদেশ দেন যে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের অনুরোধে কিছুক্ষণের মধ্যেই তাঁকে গ্রেপ্তার করা হবে। এরই ধারাবাহিকতায় গ্রেপ্তার হলেন ফ্লোরডেলিস। 

ফ্লোরডেলিসের আইনজীবী অ্যান্ডারসন রোলেমবার্গ এ গ্রেপ্তারের সমালোচনা করেছেন। হোয়াটসঅ্যাপ ম্যাসেজে তিনি রয়টার্সকে বলেন, গ্রেপ্তার করাটা 'সম্পূর্ণ নির্বিচার'। সোমবার সকালে তিনি আপিল করবেন বলেও উল্লেখ করেন। 

প্রসঙ্গত, এর আগে নানা ইতিবাচক কারণেও আলোচনায় এসেছেন প্রাক্তন ধর্মপ্রচারক যাজক এবং গায়ক, ফ্লোরডেলিস। কয়েক ডজন অভাবগ্রস্ত শিশুকে দত্তক নিয়ে খ্যাতি অর্জন করেছিলেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত