ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে শীর্ষ দাতা যুক্তরাষ্ট্র। তহবিল স্থগিতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালি। গতকাল শুক্রবার অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ধ্বংসলীলা চালানোর পর থেকে লাখ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া প্রধান সংস্থা ইউএনআরডব্লিউএ।
ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএয়ের বেশ কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তথ্য দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংস্থার মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা রক্ষা করতে আমি এই সদস্যদের সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করার এবং সত্য প্রতিষ্ঠার জন্য শিগগিরই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সংস্থাটির ১২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গাজায় ইউএনআরডব্লিউএয়ের ১৩ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় সবাই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী।
২০২২ সালে ইউএনআরডব্লিউএয়ের শীর্ষস্থানীয় দাতাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সংস্থাটি বারবারই বলে আসছে, গাজায় তাদের মানবিক সহায়তা পরিচালনার সক্ষমতা ফুরিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের পর ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগে জাতিসংঘের এ সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি।
আজ শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করে তিনি বলেন, ‘আমরা অংশীদারদের সঙ্গে কথা বলছি এবং তহবিল বিতরণ সাময়িকভাবে স্থগিত করব।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউএনআরডব্লিউএয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে স্বাগত জানাই। চুক্তি বাতিল করা এবং তদন্ত শুরু করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অভিযোগের পূর্ণ তদন্তের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।’
ওং তাঁর বিবৃতিতে ইউএনআরডব্লিউএয়ের ‘অত্যাবশ্যকীয়, জীবন রক্ষাকারী কার্যক্রমের’ কথা উল্লেখ করে বলেন, সংস্থাটি গাজায় যাদের প্রয়োজন তাদের কাছে সরাসরি প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করছে। বর্তমানে ১৪ লাখেরও বেশি ফিলিস্তিনি সংস্থার আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন গতকাল শুক্রবার ঘোষণা করেন, ‘অটোয়া এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলাকালে ইউএনআরডব্লিউএকে কোনো অতিরিক্ত তহবিল সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখবে।’
তিনি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘কানাডা এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে এবং এ বিষয়ে ইউএনআরডব্লিউএ এবং অন্য দাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যদি অভিযোগ সঠিক প্রমাণিত হয়, কানাডা আশা করে যে ইউএনআরডব্লিউএ হামাসের সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে।’
এদিকে আজ সর্বশেষ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় আর্থিক সহায়তা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
এক্স প্ল্যাটফর্মে তাজানি পোস্ট করে বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে নৃশংস হামলার পর ইউএনআরডব্লিউএয়ের অর্থায়ন স্থগিত করেছে ইতালি সরকার।’ এ ছাড়া ইতালির অন্য মিত্র দেশও একই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) কর্মীদের বিরুদ্ধে গত বছর ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠায় সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে শীর্ষ দাতা যুক্তরাষ্ট্র। তহবিল স্থগিতের সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দিয়েছে কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালি। গতকাল শুক্রবার অভিযোগ আমলে নিয়ে কয়েকজন কর্মীর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা দেয় সংস্থাটি।
গত ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় ধ্বংসলীলা চালানোর পর থেকে লাখ লাখ মানুষকে মানবিক সহায়তা দেওয়া প্রধান সংস্থা ইউএনআরডব্লিউএ।
ইউএনআরডব্লিউএয়ের কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে ভয়াবহ হামলায় ইউএনআরডব্লিউএয়ের বেশ কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে তথ্য দিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। সংস্থার মানবিক সহায়তা প্রদানের সক্ষমতা রক্ষা করতে আমি এই সদস্যদের সঙ্গে অবিলম্বে চুক্তি বাতিল করার এবং সত্য প্রতিষ্ঠার জন্য শিগগিরই তদন্ত শুরু করার সিদ্ধান্ত নিয়েছি।’
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, সংস্থাটির ১২ কর্মীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গাজায় ইউএনআরডব্লিউএয়ের ১৩ হাজার কর্মী রয়েছে। এর মধ্যে প্রায় সবাই ফিলিস্তিনি স্কুলের শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ত্রাণকর্মী।
২০২২ সালে ইউএনআরডব্লিউএয়ের শীর্ষস্থানীয় দাতাদের মধ্যে ছিল যুক্তরাষ্ট্র, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। সংস্থাটি বারবারই বলে আসছে, গাজায় তাদের মানবিক সহায়তা পরিচালনার সক্ষমতা ফুরিয়ে আসছে।
যুক্তরাষ্ট্রের পর ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সঙ্গে কয়েকজন কর্মী জড়িত থাকার অভিযোগে জাতিসংঘের এ সংস্থাটিতে অর্থায়ন স্থগিত করার ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও ইতালি।
আজ শনিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ইউএনআরডব্লিউএয়ের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন। এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) পোস্ট করে তিনি বলেন, ‘আমরা অংশীদারদের সঙ্গে কথা বলছি এবং তহবিল বিতরণ সাময়িকভাবে স্থগিত করব।’
তিনি আরও বলেন, ‘আমরা ইউএনআরডব্লিউএয়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়াকে স্বাগত জানাই। চুক্তি বাতিল করা এবং তদন্ত শুরু করার পাশাপাশি সংস্থাটির বিরুদ্ধে অভিযোগের পূর্ণ তদন্তের ঘোষণাকে আমরা স্বাগত জানাই।’
ওং তাঁর বিবৃতিতে ইউএনআরডব্লিউএয়ের ‘অত্যাবশ্যকীয়, জীবন রক্ষাকারী কার্যক্রমের’ কথা উল্লেখ করে বলেন, সংস্থাটি গাজায় যাদের প্রয়োজন তাদের কাছে সরাসরি প্রয়োজনীয় পরিষেবা সরবরাহ করছে। বর্তমানে ১৪ লাখেরও বেশি ফিলিস্তিনি সংস্থার আশ্রয়কেন্দ্রগুলোতে রয়েছে।
কানাডার আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী আহমেদ হুসেন গতকাল শুক্রবার ঘোষণা করেন, ‘অটোয়া এই অভিযোগের পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলাকালে ইউএনআরডব্লিউএকে কোনো অতিরিক্ত তহবিল সরবরাহ সাময়িকভাবে স্থগিত রাখবে।’
তিনি এক্স প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, ‘কানাডা এই অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বসহকারে নিয়েছে এবং এ বিষয়ে ইউএনআরডব্লিউএ এবং অন্য দাতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। যদি অভিযোগ সঠিক প্রমাণিত হয়, কানাডা আশা করে যে ইউএনআরডব্লিউএ হামাসের সন্ত্রাসী হামলায় জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেবে।’
এদিকে আজ সর্বশেষ জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থায় আর্থিক সহায়তা সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি।
এক্স প্ল্যাটফর্মে তাজানি পোস্ট করে বলেন, ‘গত ৭ অক্টোবর ইসরায়েলে নৃশংস হামলার পর ইউএনআরডব্লিউএয়ের অর্থায়ন স্থগিত করেছে ইতালি সরকার।’ এ ছাড়া ইতালির অন্য মিত্র দেশও একই সিদ্ধান্ত নিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তান সফলভাবে পরীক্ষা করেছে ৪৫০ কিমি রেঞ্জবিশিষ্ট ‘আবদালি’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সামরিক মহড়ার অংশ হিসেবে চালানো এ পরীক্ষাকে ইসলামাবাদ নিয়মিত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ বললেও, ভারত একে উসকানিমূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। কাশ্মীর হামলা ও সীমান্ত সংঘর্ষের
১১ মিনিট আগেযুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে ১২০০ জনবল ছাঁটাই করবে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, এই পদক্ষেপ মূলত নিয়োগ কমিয়ে বাস্তবায়ন করা হবে এবং এটি ট্রাম্প প্রশাসনের ফেডারেল কর্মীসংখ্যা হ্রাস নীতির অংশ।
১ ঘণ্টা আগেক্যাথলিক খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতার পদের আনুষ্ঠানিক নাম পোপ। সম্প্রতি পোপ ফ্রান্সিস মৃত্যুবরণ করায় পোপের পদটি খালি হয়েছে। আর কিছু দিন আগে ডোনাল্ড ট্রাম্প হাস্যরসের মাধ্যমে জানিয়েছিলেন, পোপ হিসেবে তিনিই নিজের প্রথম পছন্দ। এবার তিনি পোপের পোশাক পরা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার
২ ঘণ্টা আগেপাকিস্তান থেকে সব ধরনের আমদানি নিষিদ্ধ করেছে ভারত। শুধু তাই নয়, পাকিস্তানের পণ্যের জন্য ট্রানজিট এবং তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে পাকিস্তানি পণ্য আমদানিও এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে। জাতীয় নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী
২ ঘণ্টা আগে