Ajker Patrika

বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়াল

আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৬: ২৬
বিশ্বে করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়াল

বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০  লাখ ছাড়িয়ে গেছে। আজ শনিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়।   করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ২০২০ সালের ১১ জানুয়ারি। ওই বছরের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এএফপির তথ্য অনুযায়ী, বিশ্বজুড়ে করোনায় মারা যাওয়া মানুষের মোট সংখ্যা শনিবার ৩০ লাখ ছাড়ায়। এই সময়ে বিশ্বে করোনায় সংক্রমিত মোট শনাক্ত মানুষের সংখ্যা দাঁড়ায় ১৪ কোটি ৫ লাখ ৮২ হাজার ২৮০ জন।

 করোনায় বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে করোনায় মোট মারা যাওয়া মানুষের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জন।   যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা  ৩ কোটি ২৩ লাখ ৫ হাজার ৯১২ জন।  

সংক্রমণের দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা  ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৬০৯ জন । ভারতে এখন পর্যন্ত করোনায় মারা গেছে ১ লাখ ৭৫ হাজার ৬৭৩ জন।  একই হিসেবে বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন । তবে করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।

গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ দেশে প্রথম করোনায় মৃত্যুর ঘটনা ঘটে। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় ১০ হাজার ১৮২ জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত ৭ লাখ ১১ হাজার ৭৭৯ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত