Ajker Patrika

টিকা না দেওয়ায় পিতা-পুত্রের সাক্ষাতে আদালতের নিষেধাজ্ঞা 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২২, ১৩: ০৮
টিকা না দেওয়ায় পিতা-পুত্রের সাক্ষাতে আদালতের নিষেধাজ্ঞা 

টিকা না দেওয়ায় পুত্রের সঙ্গে সাক্ষাতের অধিকার হারালেন বাবা। কানাডার কুইবেকের একটি আদালত এমন রায় দিয়েছেন। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, খবরটি ২৩ ডিসেম্বর কানাডার কিউবেকের সংবাদমাধ্যম লে ডেভোয়ার পত্রিকায় প্রকাশিত হয়েছে। 

লে ডেভোয়ারের প্রতিবেদনে বলা হয়, টিকা না দেওয়ায় ১২ বছর বয়সী ছেলের সঙ্গে দেখা করার অধিকার ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন আদালত। 

রায় প্রদানের সময় বিচারক বলেন, যদি টিকা দেওয়া না হয় এবং বর্তমান মহামারি প্রেক্ষাপটে স্বাস্থ্যব্যবস্থার বিরোধিতা করা হয়, তবে বাবার সঙ্গে যোগাযোগ করা সন্তানের জন্য ভালো হবে না। 

ওই বাবা ছুটির দিনে সন্তানের সঙ্গে বরাদ্দকৃত সাক্ষাতের সময় বাড়ানোর আবেদন করার পরই তাঁর  ভ্যাকসিন না নেওয়ার বিষয়টি সামনে আসে। এ নিয়ে বিরোধিতা শুরু করেন ওই সন্তানের মা। তিনি আদালতে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানতে পারেন ওই সন্তানের বাবা টিকাবিরোধী। 

পরে আদালতেও প্রমাণিত হয় যে, ওই ব্যক্তি টিকা নেননি। 

লে ডেভোয়ার জানায়, ওই সন্তানের মা তাঁর বর্তমান সঙ্গীকে নিয়ে আলাদা থাকেন। তাঁর সাত ও চার বছরের আরও দুজন সন্তান রয়েছে। 

রায়ে বিচারক বলেন, করোনার সংক্রমণ বাড়ায় ১২ বছর বয়সী সন্তানের সঙ্গে তাঁর বাবা দেখা করলে ওই নারীর বাকি সন্তানদের ওপরও প্রভাব ফেলতে পারে। 

কানাডার কুইবেক প্রদেশে প্রায় ৯০ শতাংশ মানুষকে করোনার টিকা দেওয়া হয়েছে। ওমিক্রন সংক্রমণের পরে কানাডার এই প্রদেশে হাসপাতালে ভর্তি হওয়া করোনা রোগীর সংখ্যা বেড়েছে। গত ৩০ তারিখ থেকে কুইবেকে রাত্রিকালীন কারফিউ জারি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত