চীন থেকে আমদানি ব্যয় পরিশোধে ডলার ব্যবহার করবে না আর্জেন্টিনা। কমতে থাকা রিজার্ভ বাঁচাতে যুক্তরাষ্ট্রের মুদ্রা বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে দক্ষিণ আমেরিকার দেশটি। এর আগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলও চীনের সঙ্গে বাণিজ্যে ডলার ছেড়ে দিয়েছে।
আর্জেন্টিনা সরকারের বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এপ্রিলে ১০০ কোটি ডলারের চীনা আমদানি ব্যয় মেটাতে ইউয়ান ব্যবহার করা হবে। এরপর মাসিক ৭৯ কোটি ডলারের আমদানি ব্যয়ও ইউয়ানে পরিশোধ করা হবে।
আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্গিও মাসা চীনা রাষ্ট্রদূত ঝৌ শিয়াওলি ও বিভিন্ন কোম্পানির সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ডলারের রিজার্ভ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউয়ান ব্যবহারের এই পদক্ষেপ আর্জেন্টিনাকে আমদানির হারে অগ্রসর হওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করার সুযোগ দেবে বলে জানান অর্থমন্ত্রী মাসা।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশটিতে ডলারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রধান কারণ তীব্র খরায় কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানির কমে যাওয়া। তা ছাড়া চলতি বছর জাতীয় নির্বাচন সামনে রেখে দেখা দিয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে চীনের সঙ্গে ৫০০ কোটি ডলারের মুদ্রা বিনিময় সম্প্রসারিত করে দেশটি।
গেল মার্চে আর্জেন্টিনার বিভিন্ন স্থানে গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটির জনজীবন। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
চীন থেকে আমদানি ব্যয় পরিশোধে ডলার ব্যবহার করবে না আর্জেন্টিনা। কমতে থাকা রিজার্ভ বাঁচাতে যুক্তরাষ্ট্রের মুদ্রা বাদ দিয়ে চীনা মুদ্রা ইউয়ান ব্যবহার করবে দক্ষিণ আমেরিকার দেশটি। এর আগে এই অঞ্চলের গুরুত্বপূর্ণ দেশ ব্রাজিলও চীনের সঙ্গে বাণিজ্যে ডলার ছেড়ে দিয়েছে।
আর্জেন্টিনা সরকারের বিবৃতি উদ্ধৃত করে বার্তা সংস্থা রয়টার্স বলছে, এপ্রিলে ১০০ কোটি ডলারের চীনা আমদানি ব্যয় মেটাতে ইউয়ান ব্যবহার করা হবে। এরপর মাসিক ৭৯ কোটি ডলারের আমদানি ব্যয়ও ইউয়ানে পরিশোধ করা হবে।
আর্জেন্টিনার অর্থমন্ত্রী সার্গিও মাসা চীনা রাষ্ট্রদূত ঝৌ শিয়াওলি ও বিভিন্ন কোম্পানির সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, ডলারের রিজার্ভ বাড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউয়ান ব্যবহারের এই পদক্ষেপ আর্জেন্টিনাকে আমদানির হারে অগ্রসর হওয়ার সম্ভাবনা নিয়ে কাজ করার সুযোগ দেবে বলে জানান অর্থমন্ত্রী মাসা।
সম্প্রতি লাতিন আমেরিকার দেশটিতে ডলারের সংকট মারাত্মক আকার ধারণ করেছে। এর প্রধান কারণ তীব্র খরায় কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানির কমে যাওয়া। তা ছাড়া চলতি বছর জাতীয় নির্বাচন সামনে রেখে দেখা দিয়েছে রাজনৈতিক অনিশ্চয়তা।
গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক রিজার্ভ শক্তিশালী করার লক্ষ্যে চীনের সঙ্গে ৫০০ কোটি ডলারের মুদ্রা বিনিময় সম্প্রসারিত করে দেশটি।
গেল মার্চে আর্জেন্টিনার বিভিন্ন স্থানে গত ৬৩ বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়ে লাতিন আমেরিকার দেশটির জনজীবন। জাতীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল, পূর্ব-মধ্য আর্জেন্টিনায় মার্চের প্রথম ১০ দিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল।
কাশ্মীরে সাম্প্রতিক সহিংসতার পর দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এরই মধ্যে ভারতীয় হামলার আশঙ্কায় পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে সব মাদ্রাসা ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তারা বলছে, নিরাপত্তার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে নিরীহ শিক্ষার্থীরা কোনো ঝুঁকিতে না...
১৮ মিনিট আগেভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায় দিয়ে আসছে নয়াদিল্লি। তবে পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করেছে। হামলার প্রতিক্রিয়ায় ভারত পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। জবাবে পাকিস্তানও ভারতীয় বিমানগুলোর জন্য তাদের আকাশসীমা ব্যবহার নিষিদ্ধ
৪ ঘণ্টা আগেবাজি ধরে নির্জলা পাঁচ বোতল মদ গিলে ফেলেছিলেন ভারতের এক তরুণ। বাজিতে জিতলেও জীবনের বাজিতে হেরে গেছেন ২১ বছরে ওই তরুণ। বাজি জেতার কিছুক্ষণ পরেই স্থানীয় একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের কোলার জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। বিগত কয়েক দশকের মধ্যে এই দাবানল সবচেয়ে ভয়াবহ বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের দখল করা জেরুসালেম অঞ্চলের আশপাশেও এই দাবানল পৌঁছে যেতে শুরু করেছে। অগ্নিনির্বাপক কর্মী চেষ্টা সত্ত্বেও আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না।
৮ ঘণ্টা আগে