চারদিকে ধ্বংসের চিহ্ন আর আহাজারি। সিরিয়া ও তুরস্কে গতকালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী চিত্র এখন এমন। এর মাঝেই জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচেই নবজাতকটির জন্ম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। তবে দুর্ভাগ্যজনক, নবজাতকের মা মারা গেছেন।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোর আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। এ ছাড়া নবজাতকের বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে সিরিয়া ও তুরস্কে আরও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের প্রকাশ করা একটি ভিডিওতে শিশুটিকে উদ্ধারের মুহূর্ত দেখা যায়।
দুঃখজনক হলেও সত্য, অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে কয়েক হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।
গতকাল সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ভবন।
চারদিকে ধ্বংসের চিহ্ন আর আহাজারি। সিরিয়া ও তুরস্কে গতকালের ভয়াবহ ভূমিকম্প-পরবর্তী চিত্র এখন এমন। এর মাঝেই জন্ম নিল ফুটফুটে এক নবজাতক। ধারণা করা হচ্ছে, ভূমিকম্পের কয়েক ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচেই নবজাতকটির জন্ম।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সদ্য জন্ম নেওয়া নবজাতককে হাতে নিয়ে দৌড়ে আসছেন এক উদ্ধারকর্মী। সে সময় আরেক উদ্ধারকর্মীকে কাপড় এগিয়ে দিতে দেখা যায়। তবে দুর্ভাগ্যজনক, নবজাতকের মা মারা গেছেন।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে জানা যায়, সিরিয়ার উত্তরাঞ্চলের আলেপ্পোর আফরিন শহরের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় ওই নবজাতককে। সদ্যোজাত শিশুটির মা কিংবা পরিবারের অন্য কেউ বেঁচে নেই। এ ছাড়া নবজাতকের বর্তমান অবস্থা জানা যায়নি বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
এদিকে ধ্বংসস্তূপের ভেতর থেকে সিরিয়া ও তুরস্কে আরও কয়েকটি শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একটি শিশুকে প্রায় ২০ ঘণ্টা আটকা পড়ে থাকার পর উদ্ধার করা হয়। সিরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন হোয়াইট হেলমেটের প্রকাশ করা একটি ভিডিওতে শিশুটিকে উদ্ধারের মুহূর্ত দেখা যায়।
দুঃখজনক হলেও সত্য, অসংখ্য শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হচ্ছে না। জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, তুরস্ক ও সিরিয়ার এই ভূমিকম্পে কয়েক হাজার শিশুর মৃত্যু হয়ে থাকতে পারে।
গতকাল সোমবারের ভয়াবহ ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া এখন পর্যন্ত ৫ হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে তুরস্কেই নিহত হয়েছেন প্রায় সাড়ে ৩ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছেন ১ হাজার ৬০০ জনের বেশি। ক্ষতিগ্রস্ত কয়েক হাজার ভবন।
অস্ট্রিয়ার দানিউব নদীর উত্তরে অবস্থিত একটি পাহাড়ি গ্রামের গির্জার গুহায় শতাব্দীর পর শতাব্দী ধরে সংরক্ষিত একটি রহস্যময় মমি অবশেষে বিজ্ঞানের আলোয় উঠে এসেছে। ধারণা করা হতো, মমিটি ১৮ শতকের কোনো ধর্মযাজকের মরদেহ—যিনি সংক্রামক রোগে মারা গিয়েছিলেন এবং পরে কবর থেকে তুলে গির্জার গুহায় স্থানান্তরিত করা হয়।
২৩ মিনিট আগেভারতের বেসরকারি বিদ্যুৎ উৎপাদক প্রতিষ্ঠান আদানি পাওয়ার জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ চুক্তির আওতায় বাংলাদেশ ইতিমধ্যেই বকেয়ার পরিমাণ উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনেছে। কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) দিলীপ ঝা আশা প্রকাশ করেছেন, বাকি প্রায় ৯০০ মিলিয়ন ডলারও আদায় হবে।
২ ঘণ্টা আগেশান্তিচুক্তিতে স্বাক্ষর করতে কঙ্গো ও রুয়ান্ডার ওপর যুক্তরাষ্ট্রের কূটনৈতিক চাপ বাড়ছে। মার্কিন পরিকল্পনা অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যে চুক্তিটি হোয়াইট হাউসে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। শুধু শান্তিচুক্তিই নয়, এর সঙ্গে যুক্ত হবে পৃথক খনিজসম্পদ বিষয়ক চুক্তিও, যার ফলে কঙ্গো ও রুয়ান্ডায় যুক্তরাষ্ট্র ও অন
৪ ঘণ্টা আগেইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা সংস্থা স্টারলিংক। সংস্থাটি এরই মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানে কার্যক্রম পরিচালনার লাইসেন্স পেয়ে গেছে। পরীক্ষামূলক সেবা দিয়েছে। শিগগির পূর্ণাঙ্গ পরিষেবা কার্যক্রম শুরু করবে স্টারলিংক। ভারতেও স্টারলিংকের পরিষেবা চালু নিয়ে তোড়জোড় চলছে। তবে
৫ ঘণ্টা আগে