Ajker Patrika

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনা পজিটিভ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ করোনা পজিটিভ

আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তবে, হালকা জ্বর ছাড়া তাঁর তেমন কোন লক্ষণ বা অসুস্থতা নেই। করোনা বিধি মেনে তিনি এখন আইসোলেশনে আছেন। শনিবার এক টুইটে প্রেসিডেন্ট নিজেই এ তথ্য নিশ্চিত করেন।

শুক্রবার ৬২ বছর বয়সে প্রবেশ করা ফার্নান্দেজ এক টুইটে লিখেছেন, ‘এই খবরটি ছাড়া জন্মদিন পার করে আমার কাছে ভালোই লেগেছে। তবে মানসিকভাবে আমি ভালো আছি।’

বার্তা সংস্থা রয়টার্স এ সংক্রান্ত এক প্রতিবেদনে জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যাচ্ছেন।

করোনা প্রতিরোধে চলতি বছরের শুরুতে রাশিয়ার স্পুটনিক ভি টিকা গ্রহণ করেন আলবার্তো।

টিকা নেয়ার পরেও প্রেসিডেন্টের কোভিড-১৯ আক্রান্তের বিষয়ে রাশিয়ার গামালিয়া ইনস্টিটিউট বলছে, ‘স্পুটনিক ভি করোনা সংক্রমণের বিরুদ্ধে ৯১.৬ শতাংশ কার্যকর। করোনাভাইরাসের কিছু ধরনের বিরুদ্ধে এটি ১০০ শতাংশ পর্যন্ত কার্যকর।’

প্রেসিডেন্ট ইতিমধ্যেই করোনা আক্রান্ত হয়ে থাকলেও খুব বেশি লক্ষণ প্রকাশ ছাড়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলেও আশা প্রকাশ করে গামালিয়া।

করোনার কারণে এক বছরেরও বেশি সময় ধরে আর্জেন্টিনা বিভিন্ন এলাকায় লকডাউন চলছে। এ পর্যন্ত কোভিড-১৯ এ দেশটির ৫৬ হাজারেরও বেশি মানুষ মারা গেছে। বয়স্ক ও স্বাস্থ্যকর্মীদের অগ্রাধিকারের ভিত্তিতে এ পর্যন্ত টিকা পেয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৮৬৮ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত