Ajker Patrika

মেক্সিকোতে আশ্রয় পেলেন ২১০ আফগান সাংবাদিক

আপডেট : ৩১ আগস্ট ২০২১, ১০: ১৩
মেক্সিকোতে আশ্রয় পেলেন ২১০ আফগান সাংবাদিক

তালেবানের আফগানিস্তান দখলের পর আতঙ্কে পড়ে যান সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা। অনেকেই দেশ থেকে পালাতে থাকেন। এমন ২১০ জন গণমাধ্যমকর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের আশ্রয় দিয়েছে মেক্সিকো। গত সপ্তাহে পরিবারসহ ১২৪ জনকে আশ্রয় দেওয়ার পর গত রোববার আশ্রয় পান আরও ৮৬ জন।

গত রোববার আশ্রয় পাওয়াদের বেশির ভাগ ওয়াল স্ট্রিট জার্নালের হয়ে কাজ করতেন। এর আগে আশ্রয় দেওয়া সাংবাদিকদের অনেকেই কাজ করতেন নিউইয়র্ক টাইমসের হয়ে। আফগান শরণার্থীদের আশ্রয় দেওয়া একটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছে মেক্সিকো সরকার। এটি তাদের মানবিক সহায়তার ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে। গত দুই সপ্তাহে আফগানিস্তান থেকে ১ লাখ ১৪ হাজার ৪০০ লোককে সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত