Ajker Patrika

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

আপডেট : ২৯ অক্টোবর ২০২১, ১১: ০২
বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৫৫ জনের, যা আগের দিনের তুলনায় ৮১৩ জন কম। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৪ লাখ ৭৫ হাজার ৫১৫ জনের, যা আগের দিনের তুলনায় ২ হাজার ৬০১ জন কম। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ২৩৯ জনের। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২০৩ জনের। এ পর্যন্ত দেশটিতে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৪ কোটি ৬৬ লাখ ৮৪ হাজার ৯২৪ জন এবং মারা গেছে ৭ লাখ ৬৩ হাজার ৭৭৯ জন। 

দৈনিক মৃত্যুর তালিকায় যুক্তরাষ্ট্রের পরই রাশিয়ার অবস্থান। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ১৫৯ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৪০ হাজার ৯৬ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৮৩ লাখ ৯২ হাজার ৬৯৭ জনের এবং মোট মৃত্যু হয়েছে ২ লাখ ৩৫ হাজার ৫৭ জনের। 

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ কোটি ৬২ লাখ ৬৪ হাজার ৫৭৭ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ লাখ ৯৬ হাজার ৩৮৪ জন। এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছে ২২ কোটি ৩১ লাখ ৫০ হাজার ৯০ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।               

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত