Ajker Patrika

বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৯ হাজার

অনালাইন ডেস্ক
আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১০: ৪৭
বিশ্বে এক দিনে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ৯ হাজার

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত ও মৃত্যু আরও বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ হাজার ৮৯১ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৫ লাখ ৬৯ হাজার ৬১০ জনের, যা আগের দিনের তুলনায় এক লাখেরও বেশি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৭ হাজার ৫১২ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৭৭৪ জনের।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৪ কোটি ৬৮ লাখ ৫৬ হাজার ৪৩২ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫৬ লাখ ৩ হাজার ১৬০ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২৭ কোটি ৬৫ লাখ ৮৫ হাজার ৩৪৩ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত