Ajker Patrika

বিশ্বে করোনায় দৈনিক শনাক্তে শীর্ষে জার্মানি, মৃত্যুতে রাশিয়া

বিশ্বে করোনায় দৈনিক শনাক্তে শীর্ষে জার্মানি, মৃত্যুতে রাশিয়া

বিশ্বে এখনো কমেনি করোনার প্রকোপ। বিশেষ করে ইউরোপের দেশগুলোতে নতুন করে সংক্রমণ বাড়ছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় শনাক্ত ও মৃত্যুতে শীর্ষে ইউরোপের দুই দেশ। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে জার্মানিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৮ হাজার ৪৪৪ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭১ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত হয়েছে ৫৭ লাখ ৮২ হাজার ৯৬১ জন। মোট মৃত্যু হয়েছে ১ লাখ ১ হাজার ৪১১ জনের। 

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২২৪ জনের। নতুন করে করোনায় সংক্রমিত হয়েছে ৩৩ হাজার ৫৪৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৯৫ লাখ ৭০ হাজার ৩৭৩ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭২ হাজার ৭৫৫ জনের। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে মোট করোনা শনাক্ত হয়েছে ৩ লাখ ৮৭ হাজার ৭৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ২৫৭ জনের। 

বিশ্বে এ পর্যন্ত করোনায় মোট শনাক্ত হয়েছে ২৬ কোটি ১৭ লাখ ৫৮ হাজার ৬৭৮ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫২ লাখ ১৭ হাজার ৩৩ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২৩ কোটি ৬৩ লাখ ৮৩ হাজার ৫৬৫ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত