Ajker Patrika

অতিবেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো জরিমানা

ডয়চে ভেলে
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৭: ২৮
অতিবেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো জরিমানা

নির্ধারিত গতিসীমার বেশি বেগে গাড়ি চালিয়ে ১ লাখ ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৩৯ হাজার টাকা) জরিমানা দিয়েছেন ফিনল্যান্ডের এক কোটিপতি।  

যে ব্যক্তিকে জরিমানা করা হয়েছে, তাঁর নাম আন্দার্স ভিকলফ৷ তিনি আলান্ড আইল্যান্ডের সবচেয়ে ধনী ব্যক্তি৷ তাঁকে সেখানে ‘রাজা' নামেও ডাকা হয়। লজিস্টিকস, হেলিকপ্টার সার্ভিস, রিয়েল এস্টেট, ট্রেড ও পর্যটন খাতে তাঁর ব্যবসা আছে।

সুইডেন ও ডেনমার্কের মধ্যে বাল্টিক সাগরে অবস্থিত স্বায়ত্তশাসিত এলাকা আলান্ড আইল্যান্ডস। সেখানে চালকের আয় বিবেচনা করে জরিমানা করা হয়।

স্থানীয় পত্রিকা ‘নুয়া আলান্ড’ বলছে, যে রাস্তায় ঘণ্টায় ৫০ কিলোমিটার বেগে গাড়ি চালানোর কথা, সেখানে ঘণ্টায় ৮২ কিলোমিটার বেগে গাড়ি চালাতে গিয়ে শনিবার পুলিশের হাতে ধরা পড়েন ভিকলফ। জোরে গাড়ি চালানোর জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি৷ তাঁর আশা, জরিমানার টাকা স্বাস্থ্য সেবায় খরচ করা হবে৷

এর আগে ২০১৮ সালে একই অপরাধে তাঁকে ৬৩ হাজার ৬৮০ ইউরো (সাড়ে ৭৩ লাখ টাকা) জরিমানা করা হয়েছিল৷ তারও বছর পাঁচেক আগে জোরে গাড়ি চালানোর জন্য তাঁকে ৯৫ হাজার ইউরো (এক কোটি ১০ লাখ টাকা) জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত