জলবায়ু সংকট ঘনীভূত করার মাধ্যমে মানবজাতি নরকের দুয়ার খুলে দিয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনের উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি বিশ্বের ধনী দেশগুলো ও জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানগুলো যেভাবে জলবায়ু সংকটকে তুচ্ছতাচ্ছিল্য করছে তার কড়া সমালোচনা করেন। এ ছাড়া সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতারাও ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের নিন্দা করেন। তবে এই সম্মেলনে বিশ্বের প্রধান প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপপ্রবাহ, বন্যা এবং দাবানলের মতো দুর্যোগ সংঘটিত হওয়ার উপায় তৈরি করার মাধ্যমে মানবজাতি নরকের দরজা খুলে দিয়েছে। এই অবস্থায় আমূল পরিবর্তনের পদক্ষেপ ছাড়া আমাদের সামনে প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিসহ একটি বিপজ্জনক ও অস্থিতিশীল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
এ সময় তিনি বলেন, ‘মানবজাতির ভবিষ্যৎ আমাদের হাতেই। তাই আমাদের উচিত যে ধ্বংসাত্মক প্রক্রিয়া চলছে তাঁর গতি থামিয়ে দেওয়া। আমাদের কাছে যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়িত করা এবং বিপরীত যাত্রাকে থামিয়ে দেওয়া।’
শতভাগ পরিষ্কার জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা এখনো কয়েক দশক পিছিয়ে আছি উল্লেখ করে আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই অবস্থায় আমাদের উচিত অহেতুক বিলম্ব না করে, কোনো অজুহাত না দিয়ে এবং জীবাশ্ম জ্বালানি থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লাভের লোভ ছেড়ে এখনই কাজে নেমে পড়া।’ এ সময় গুতেরেস অভিযোগ করেন, কিছু জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠান পরিষ্কার জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়াটিকে নির্লজ্জভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
সম্পদশালী দেশগুলোকে ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, এই কাজটি এখন পর্যন্ত ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তবে এখনো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ গরিব দেশগুলোকে সংকট মোকাবিলায় যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল তার অভাব রয়ে গেছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘অনেক দরিদ্র দেশেরই অনেক কারণে ক্ষোভ প্রকাশের যৌক্তিকতা রয়েছে। কারণ, তারা একটি সংকট তৈরিতে কোনো অবদান না রেখেও তার কারণে ভুগছে। কারণ তাদের যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, তাও দেওয়া হয়নি বরং তাদের যে ঋণ দেওয়া হচ্ছে তার সুদ অনেক সময়ই আকাশ ছোঁয়া হয়ে উঠছে।’
বিশ্বের শতাধিক দেশকে জাতিসংঘের জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশেষ করে যেসব দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দৃঢ়ভাবে কাজ এগিয়ে নিতে চায় তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিশ্বের প্রধান দুই কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র এবং চীনের শীর্ষ নেতারা অনুপস্থিত ছিলেন।
জলবায়ু সংকট ঘনীভূত করার মাধ্যমে মানবজাতি নরকের দুয়ার খুলে দিয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। গতকাল বুধবার নিউইয়র্কে জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
জাতিসংঘ কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনের উদ্বোধন করেন আন্তোনিও গুতেরেস। সেখানে তিনি বিশ্বের ধনী দেশগুলো ও জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠানগুলো যেভাবে জলবায়ু সংকটকে তুচ্ছতাচ্ছিল্য করছে তার কড়া সমালোচনা করেন। এ ছাড়া সম্মেলনে উপস্থিত বিশ্ব নেতারাও ব্যাপক হারে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের নিন্দা করেন। তবে এই সম্মেলনে বিশ্বের প্রধান প্রধান কার্বন নিঃসরণকারী দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন না।
জাতিসংঘের মহাসচিব বলেন, ‘বিশ্বজুড়ে ক্রমবর্ধমান তাপপ্রবাহ, বন্যা এবং দাবানলের মতো দুর্যোগ সংঘটিত হওয়ার উপায় তৈরি করার মাধ্যমে মানবজাতি নরকের দরজা খুলে দিয়েছে। এই অবস্থায় আমূল পরিবর্তনের পদক্ষেপ ছাড়া আমাদের সামনে প্রাক-শিল্পায়ন যুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিসহ একটি বিপজ্জনক ও অস্থিতিশীল ভবিষ্যৎ অপেক্ষা করছে।’
এ সময় তিনি বলেন, ‘মানবজাতির ভবিষ্যৎ আমাদের হাতেই। তাই আমাদের উচিত যে ধ্বংসাত্মক প্রক্রিয়া চলছে তাঁর গতি থামিয়ে দেওয়া। আমাদের কাছে যে পরিকল্পনা রয়েছে তা বাস্তবায়িত করা এবং বিপরীত যাত্রাকে থামিয়ে দেওয়া।’
শতভাগ পরিষ্কার জ্বালানি ব্যবহারের লক্ষ্যমাত্রা অর্জনে আমরা এখনো কয়েক দশক পিছিয়ে আছি উল্লেখ করে আন্তোনিও গুতেরেস বলেন, ‘এই অবস্থায় আমাদের উচিত অহেতুক বিলম্ব না করে, কোনো অজুহাত না দিয়ে এবং জীবাশ্ম জ্বালানি থেকে বিলিয়ন বিলিয়ন ডলার লাভের লোভ ছেড়ে এখনই কাজে নেমে পড়া।’ এ সময় গুতেরেস অভিযোগ করেন, কিছু জীবাশ্ম জ্বালানি প্রতিষ্ঠান পরিষ্কার জ্বালানিতে রূপান্তরের প্রক্রিয়াটিকে নির্লজ্জভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
সম্পদশালী দেশগুলোকে ২০৪০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার আহ্বান জানিয়ে গুতেরেস বলেন, এই কাজটি এখন পর্যন্ত ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তবে এখনো জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ গরিব দেশগুলোকে সংকট মোকাবিলায় যে পরিমাণ অর্থ দেওয়ার কথা ছিল তার অভাব রয়ে গেছে।
আন্তোনিও গুতেরেস বলেন, ‘অনেক দরিদ্র দেশেরই অনেক কারণে ক্ষোভ প্রকাশের যৌক্তিকতা রয়েছে। কারণ, তারা একটি সংকট তৈরিতে কোনো অবদান না রেখেও তার কারণে ভুগছে। কারণ তাদের যে পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার কথা ছিল, তাও দেওয়া হয়নি বরং তাদের যে ঋণ দেওয়া হচ্ছে তার সুদ অনেক সময়ই আকাশ ছোঁয়া হয়ে উঠছে।’
বিশ্বের শতাধিক দেশকে জাতিসংঘের জলবায়ু লক্ষ্যমাত্রা সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশেষ করে যেসব দেশ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দৃঢ়ভাবে কাজ এগিয়ে নিতে চায় তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বিশ্বের প্রধান দুই কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র এবং চীনের শীর্ষ নেতারা অনুপস্থিত ছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের কিছু এলাকা ফেরত আনার চেষ্টা করবেন তিনি। আগামী শুক্রবার আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক হওয়ার কথা। এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ‘রাশিয়া ইউক্রেনের মূল ভূমির বড় অংশ দখল করেছে।
১ ঘণ্টা আগেনিউইয়র্কের লং আইল্যান্ডের পূর্ব প্রান্তে অবস্থিত মনটক এলাকাটি একসময় ছিল শান্তশিষ্ট ছেলেদের একটি গ্রাম। এখন অবশ্য তা রূপ নিয়েছে বিলাসবহুল ছুটি কাটানোর কেন্দ্রস্থলে। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের ভিড় এবং জমজমাট রাতের জীবন এলাকাটির পুরোনো চেহারা দ্রুত বদলে দিচ্ছে।
২ ঘণ্টা আগেএভারেস্টের ভিড় কমাতে নেপাল সরকার দেশটির পশ্চিমাঞ্চলের দুর্গম ও অনাবিষ্কৃত আরও ৯৭টি শৃঙ্গ পর্বতারোহীদের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আশা করা হচ্ছে, নতুন উদ্যোগের ফলে এভারেস্টের ওপর চাপ কমবে এবং পর্যটন থেকে আয় দূরবর্তী দরিদ্র অঞ্চলেও পৌঁছাবে।
৩ ঘণ্টা আগেরাজধানী ওয়াশিংটন ডিসি থেকে গৃহহীন মানুষদের উচ্ছেদ করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রতিরক্ষা বিভাগের এক কর্মকর্তার বরাতে জানা গেছে, আজ সোমবার (১১ আগস্ট) রাজধানীতে কয়েক শ ন্যাশনাল গার্ড সদস্য মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।
৫ ঘণ্টা আগে