Ajker Patrika

সুদানে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১০: ৫৮
সুদানে বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত

সুদানের পশ্চিমাঞ্চল ওমদুরমানে সেনাবাহিনীর বিমান হামলায় কমপক্ষে ২২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার এ হামলা হয়। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

তবে এক বিবৃতিতে সুদানের আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) জানিয়েছে, এই হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকটি ভবন বিধ্বস্তসহ অনেকেই আহত হয়েছেন। 

দেশটির সামরিক দলগুলোর মধ্যে যুদ্ধ ১২তম সপ্তাহে প্রবেশ করার পর এই হামলা চালানো হলো। গত ১৫ এপ্রিল যুদ্ধ শুরু হওয়ার পর আধা সামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) রাজধানী খার্তুম, ওমদুরমান ও বাহরি দ্রুত দখলে নিলে সেনাবাহিনী বিমান ও কামান হামলা শুরু করে। লড়াই বন্ধে কোনো প্রচেষ্টাই এখনো পর্যন্ত সফল হয়নি।

ফলে দেশটিকে একটি বৃহত্তর গৃহযুদ্ধের দিকে টেনে নিয়ে যাওয়ার হুমকি তৈরি হয়েছে। সেনাবাহিনী ফেসবুকে এক পোস্টে বলেছে, বিশেষ বাহিনী ২০ ‘বিদ্রোহী সেনাকে’ হত্যা করেছে এবং তাদের অস্ত্র ধ্বংস করেছে।

ফেডারেল স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, পশ্চিম দারফুর রাজ্যের জাতিগত সহিংসতা রাজধানী, কর্ডোফান ও দারফুর অঞ্চলে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে কমপক্ষে ১ হাজার ১৩৩ জন নিহত হয়েছে। এ ছাড়া ২.৯ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যার মধ্যে প্রায় ৭ লাখ মানুষ প্রতিবেশী দেশগুলোতে পালিয়ে গেছে।

অন্যদিকে সাহায্য সংস্থার মতে, লড়াইয়ের কারণে নারীদের ধর্ষণ ও অপহরণের ‘উদ্বেগজনক সংখ্যা’ সৃষ্টি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত