সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৭০ জন। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আহত আড়াই হাজারের বেশি মানুষ।
উদ্ভূত পরিস্থিতিতে সংঘাতের কেন্দ্রস্থল রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার লোকজন গাড়িতে করে এবং পায়ে হেঁটে খার্তুম ছাড়ে। সে সময় গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে উঠছিল শহর।
একই সঙ্গে বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন জাপান ও তানজানিয়ার কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে লড়াই শুরু হয়েছে।
রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয়। সংঘাতের নেতৃত্বে রয়েছেন শীর্ষ দুই জেনারেল। চলমান এই সংঘর্ষের জন্য তাঁদের নেতৃত্বাধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করছে।
২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। এর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত সামরিক বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনী আরএসএফের।
সেনাবাহিনী ও আরএসএফ বাহিনীর মধ্যে চলা সংঘর্ষের কারণে রাজধানী খার্তুমসহ সারা দেশের সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। কয়েক দিনের চলমান সংঘাতের কারণে দেশটিতে খাদ্যসংকট তীব্র হয়ে উঠেছে। সেই সঙ্গে যোগ হয়েছে বিদ্যুদ্বিভ্রাট। ভেঙে পড়েছে চিকিৎসাব্যবস্থা।
সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত ষষ্ঠ দিনে গড়িয়েছে। দুই পক্ষের সংঘর্ষে নিহতের সংখ্যা এখন পর্যন্ত ২৭০ জন। তবে এই সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া আহত আড়াই হাজারের বেশি মানুষ।
উদ্ভূত পরিস্থিতিতে সংঘাতের কেন্দ্রস্থল রাজধানী খার্তুম ছেড়ে পালাচ্ছে হাজার হাজার বেসামরিক নাগরিক। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বুধবার লোকজন গাড়িতে করে এবং পায়ে হেঁটে খার্তুম ছাড়ে। সে সময় গোলাগুলি ও বিস্ফোরণে কেঁপে উঠছিল শহর।
একই সঙ্গে বিভিন্ন দেশ নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নিজেদের নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন জাপান ও তানজানিয়ার কর্মকর্তারা। এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে নির্ধারিত সময়ের আগেই যুদ্ধবিরতি ভেস্তে গিয়ে লড়াই শুরু হয়েছে।
রাজধানী খার্তুমে প্রেসিডেন্টের প্রাসাদ, রাষ্ট্রীয় টেলিভিশন ও সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে শনিবার লড়াই শুরু হয়। সংঘাতের নেতৃত্বে রয়েছেন শীর্ষ দুই জেনারেল। চলমান এই সংঘর্ষের জন্য তাঁদের নেতৃত্বাধীন দুই বাহিনী পরস্পরকে দায়ী করছে।
২০২১ সালের অক্টোবরে সামরিক অভ্যুত্থানের পর থেকে সুদানের ক্ষমতা মূলত সামরিক জেনারেলদের হাতে। এর নেতৃত্বে রয়েছেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। তাঁর অনুগত সামরিক বাহিনীর সঙ্গে লড়াই চলছে জেনারেল মোহাম্মদ হামদান দাগালুর নেতৃত্বাধীন আধা সামরিক বাহিনী আরএসএফের।
সেনাবাহিনী ও আরএসএফ বাহিনীর মধ্যে চলা সংঘর্ষের কারণে রাজধানী খার্তুমসহ সারা দেশের সাধারণ মানুষের মধ্যে বড় ধরনের অনিশ্চয়তা ও আতঙ্ক তৈরি হয়েছে। কয়েক দিনের চলমান সংঘাতের কারণে দেশটিতে খাদ্যসংকট তীব্র হয়ে উঠেছে। সেই সঙ্গে যোগ হয়েছে বিদ্যুদ্বিভ্রাট। ভেঙে পড়েছে চিকিৎসাব্যবস্থা।
ভারতের উত্তর প্রদেশের আলিগড়ে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত হিসেবে গ্রেপ্তার হয়েছেন হিন্দু মহাসভার সাধারণ সম্পাদক (জাতীয়) নেত্রী পূজা শকুন পাণ্ডে। ১৫ দিন পলাতক থাকার পর শুক্রবার রাতে রাজস্থানের ভরতপুর জেলার লোধা বাইপাস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
১ ঘণ্টা আগেআফগান পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সংবাদ সম্মেলনটি হঠাৎ আয়োজন করা হয়েছিল। অল্প সময়ের মধ্যে কিছু সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়। এটি মূলত কারিগরি ত্রুটি ছিল। অন্য কোনো সমস্যা নয়। আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককে তালিকাভুক্ত করে নিমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য ছিল না।’
১ ঘণ্টা আগেমাদাগাস্কারে সেনাবাহিনীর একটি বিদ্রোহী ইউনিট ঘোষণা করেছে, তারা দেশের সব সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ নিচ্ছে। অন্যদিকে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা বলেছেন, সেনাবাহিনী ক্ষমতা দখলের চেষ্টা করছে। এর আগে গতকাল শনিবার সেনাবাহিনীর প্রশাসনিক ও টেকনিক্যাল কর্মকর্তাদের নিয়ে গঠিত ক্যাপসাট (CAPSAT) ইউনিট...
১ ঘণ্টা আগেলেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ বহু বছরের বৈরিতার পর সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের ইঙ্গিত দিয়েছে। আঞ্চলিক রাজনৈতিক সমীকরণ বদলে যাওয়ার প্রেক্ষাপটে এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপ নিয়ে উদ্বেগ বাড়ায় এই অবস্থান বদল আনছে গোষ্ঠীটি।
২ ঘণ্টা আগে