আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ মরক্কোতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে। আজ রোববার দেশটির আজিলাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেমনেত শহরের সাপ্তাহিক বাজারে একটি যাত্রীবাহী মিনিবাস বাঁকে উল্টে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। মরক্কোতে অনেক দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ ও মিনিবাস ব্যবহার করেন। তাঁরা এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন।
গত মার্চে মফস্বল শহর ব্রাচুয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মিনিবাসটি একটি গাছে ধাক্কা দিলে ১১ জন মারা যান। নিহতদের বেশির ভাগই কৃষক ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন।
এ ছাড়া গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়।
দেশটির জাতীয় সড়ক সুরক্ষা সংস্থার তথ্য অনুসারে, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩ হাজার ২০০। সেই হিসাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় দেশটিতে গড়ে ১০ জন মারা যায়।
২০১২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে মৃত্যুর হার অর্ধেক করার লক্ষ্য নিয়েছে।
আফ্রিকার মাগরেব অঞ্চলের দেশ মরক্কোতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৪ জন নিহত হয়েছে। আজ রোববার দেশটির আজিলাল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আরব নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেমনেত শহরের সাপ্তাহিক বাজারে একটি যাত্রীবাহী মিনিবাস বাঁকে উল্টে এ দুর্ঘটনা হয়। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।
মরক্কো ও উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। মরক্কোতে অনেক দরিদ্র নাগরিক গ্রামাঞ্চলে ভ্রমণের জন্য কোচ ও মিনিবাস ব্যবহার করেন। তাঁরা এসব দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন।
গত মার্চে মফস্বল শহর ব্রাচুয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে একটি মিনিবাসটি একটি গাছে ধাক্কা দিলে ১১ জন মারা যান। নিহতদের বেশির ভাগই কৃষক ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন।
এ ছাড়া গত বছরের আগস্টে মরক্কোর অর্থনৈতিক রাজধানী কাসাব্লাংকার পূর্ব দিকে একটি বাঁকে বাস উল্টে ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়।
দেশটির জাতীয় সড়ক সুরক্ষা সংস্থার তথ্য অনুসারে, মরক্কোতে সড়ক দুর্ঘটনায় বছরে গড়ে সাড়ে তিন হাজার মানুষের মৃত্যু এবং ১২ হাজার জন আহতের ঘটনা রেকর্ড করা হয়। গত বছর এই সংখ্যা ছিল প্রায় ৩ হাজার ২০০। সেই হিসাবে প্রতিদিন সড়ক দুর্ঘটনায় দেশটিতে গড়ে ১০ জন মারা যায়।
২০১২ সালে দেশটির ইতিহাসে সবচেয়ে মারাত্মক বাস দুর্ঘটনায় ৪২ জন নিহত হওয়ার পর থেকে কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে মৃত্যুর হার অর্ধেক করার লক্ষ্য নিয়েছে।
প্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৩ মিনিট আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
১৫ মিনিট আগেবিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
২ ঘণ্টা আগেডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
২ ঘণ্টা আগে