Ajker Patrika

সোমালিয়ার মোগাদিসুর হোটেলে ৩০ ঘণ্টার জিম্মিদশার অবসান

আপডেট : ২১ আগস্ট ২০২২, ১১: ২৭
সোমালিয়ার মোগাদিসুর হোটেলে ৩০ ঘণ্টার জিম্মিদশার অবসান

হামলা ও জিম্মির শিকার সোমালিয়ার রাজধানী মোগাদিসুর হোটেল হায়াত নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ৩০ ঘণ্টার অভিযানে স্থানীয় সময় রোববার (২১ আগস্ট) এই জিম্মিদশা শেষ হয় বলে জানা গেছে। 

আল-জাজিরার প্রতিবেদনে জানা যায়, দুটি গাড়িবোমা হামলা ও গোলাগুলির পর শুক্রবার (১৯ আগস্ট) রাতে অভিজাত ওই হোটেলের নিয়ন্ত্রণ নেয় হামলাকারীরা। এতে অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

এরই মধ্যে হামলার দায় স্বীকার করেছে অঞ্চলটিতে সক্রিয় আল-কায়েদা সমর্থিত জঙ্গি সংগঠন আল-শাবাব। সোমালিয়া সরকারকে উৎখাত করতে অনেক বছর ধরে হামলা চালিয়ে আসছে এই জঙ্গি সংগঠন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারীরা হোটেলে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালানোর আগে বাইরে দুটি বিস্ফোরণ ঘটায়। এরপর তারা হোটেলের ওপরের তলায় আশ্রয় নেয়। শুক্র ও শনিবার দীর্ঘ সময় ধরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গুলিবিনিময় হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা। গত কয়েক ঘণ্টায় ওই হোটেল ভবন থেকে আর কোনো গুলি ছোড়া হয়নি বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত