পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির একটি তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮৪ জন আহত হয়েছে। আজ সোমবার ভোরে এই বিস্ফোরণটি ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তেলের ডিপোর পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
আটটি পোড়া মৃতদেহ মর্গে আনার খবর দিয়েছেন কোনাক্রির ইগনেস-দিন হাসপাতালের একজন কর্মকর্তা। আহত অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
পশ্চিম আফ্রিকার দেশটির একমাত্র তেলের ডিপোতেই ঘটেছে এই বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে কোনাক্রি শহরের কেন্দ্রস্থলে কালুম প্রশাসনিক জেলা। আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালা উড়ে যায় এই বিস্ফোরণে। আতঙ্কগ্রস্ত শত শত মানুষ দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়।
অগ্নিনির্বাপনের কর্মীরা বিস্ফোরণস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। আগুনের বিশাল কুণ্ডলী এবং কালো ধোঁয়া কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি ট্যাংকার ট্রাক সৈন্য এবং পুলিশের সহায়তায় ডিপো ছেড়ে চলে গেছে।
আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গিনি সরকার এক বিবৃতিতে বলেছে যে এই বিস্ফোরণের জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। এই দুর্ঘটনার মাত্রা এবং ফলাফল জনসাধারণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
সরকারের পক্ষ থেকে জনসাধারণকে বাড়িতে থাকার আহ্বান জানান হয়েছে এবং আজ সোমবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
গিনি তেল উৎপাদনকারী দেশ নয় এবং তেল পরিশোধনের ক্ষমতাও দেশটির নেই। সাধারণত পরিশোধিত তেল আমদানি করে গিনি—যার বেশির ভাগই কালুমের ডিপোতে সংরক্ষণের পর সারা দেশে ট্রাকের মাধ্যমে পৌঁছানো হয়। ডিপোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।
পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রির একটি তেলের ডিপোতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮৪ জন আহত হয়েছে। আজ সোমবার ভোরে এই বিস্ফোরণটি ঘটে বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন স্থানীয় এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা।
তিনি বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তেলের ডিপোর পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হচ্ছে।
আটটি পোড়া মৃতদেহ মর্গে আনার খবর দিয়েছেন কোনাক্রির ইগনেস-দিন হাসপাতালের একজন কর্মকর্তা। আহত অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
পশ্চিম আফ্রিকার দেশটির একমাত্র তেলের ডিপোতেই ঘটেছে এই বিস্ফোরণ। এতে কেঁপে ওঠে কোনাক্রি শহরের কেন্দ্রস্থলে কালুম প্রশাসনিক জেলা। আশপাশের বেশ কয়েকটি বাড়ির জানালা উড়ে যায় এই বিস্ফোরণে। আতঙ্কগ্রস্ত শত শত মানুষ দৌড়ে এলাকা থেকে পালিয়ে যায়।
অগ্নিনির্বাপনের কর্মীরা বিস্ফোরণস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করেছেন। আগুনের বিশাল কুণ্ডলী এবং কালো ধোঁয়া কয়েক মাইল দূর থেকেও দেখা গেছে। বিস্ফোরণের পর বেশ কয়েকটি ট্যাংকার ট্রাক সৈন্য এবং পুলিশের সহায়তায় ডিপো ছেড়ে চলে গেছে।
আগুনের উৎস সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। গিনি সরকার এক বিবৃতিতে বলেছে যে এই বিস্ফোরণের জন্য কারা দায়ী তা খুঁজে বের করতে তদন্ত শুরু করা হবে। বিবৃতিতে বলা হয়েছে, সরকার এই দুর্ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। এই দুর্ঘটনার মাত্রা এবং ফলাফল জনসাধারণের ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।
সরকারের পক্ষ থেকে জনসাধারণকে বাড়িতে থাকার আহ্বান জানান হয়েছে এবং আজ সোমবার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
গিনি তেল উৎপাদনকারী দেশ নয় এবং তেল পরিশোধনের ক্ষমতাও দেশটির নেই। সাধারণত পরিশোধিত তেল আমদানি করে গিনি—যার বেশির ভাগই কালুমের ডিপোতে সংরক্ষণের পর সারা দেশে ট্রাকের মাধ্যমে পৌঁছানো হয়। ডিপোর ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।
কাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
৯ ঘণ্টা আগেকানাডার ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি প্রচারণার শেষ সপ্তাহে অপ্রত্যাশিতভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থবারের মতো জয়লাভ করেছে। এর মাধ্যমে দলটি আরও চার বছরের জন্য দেশটির শাসনভার গ্রহণ করতে চলেছে। এই ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী মার্ক কার্নি বলেছেন, যুক্তরাষ্ট
১০ ঘণ্টা আগেভারতের গুজরাটে গত শনিবার (২৬ এপ্রিল) ভোররাত থেকে সোমবার (২৮ এপ্রিল) রাত পর্যন্ত ৬ হাজার ৫০০ মানুষকে আটক করেছে পুলিশ, যাদের তারা বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ করছে। তবে রাজ্য পুলিশের মহানির্দেশক বিকাশ সহায় সোমবার জানিয়েছেন, নথিপত্রের ভিত্তিতে নিশ্চিতভাবে ৪৫০ জন বাংলাদেশিকে তাঁরা চিহ্নিত করতে পেরেছেন
১১ ঘণ্টা আগেউত্তর-পূর্ব চীনের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
১১ ঘণ্টা আগে