Ajker Patrika

একই সঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার এক নারী

একই সঙ্গে ১০ সন্তানের জন্ম দিলেন দক্ষিণ আফ্রিকার এক নারী

ঢাকা: একই সঙ্গে ১০ সন্তানের জন্ম দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক নারী। জন্ম নেওয়া ১০ সন্তানের মধ্যে ৭টি ছেলে ও ৩টি মেয়ে। ওই নারীর নাম গোসিয়ামি থামারা সিথোল (৩৭)। আজ বুধবার (৮ জুন) এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গোসিয়ামি হাউটেং (জোহানেসবার্গ) প্রদেশের প্রিটোরিয়া সংলগ্ন থেম্বিসা এলাকার বাসিন্দা।

এর আগে, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল গোসিয়ামি একসঙ্গে আট সন্তানের জন্ম দেবেন। কিন্তু গত সোমবার রাতে তিনি একই সঙ্গে ১০ সন্তান জন্ম দেন।

এ ঘটনায় গোসিয়ামি ও তাঁর পরিবারের সদস্যরা বিস্মিত হয়েছেন। কারণ, পরীক্ষায় গোসিয়ামির গর্ভে আট সন্তান থাকার বিষয়টি জেনেছিল তারা।
গোসিয়ামির স্বামী তেভোহো সোটেটসি একটি সংবাদমাধ্যমকে জানান, তিনি খুবই খুশি, আবেগাপ্লুত।

 একই সঙ্গে ১০ সন্তান জন্ম দেওয়া গোসিয়ামি থামারা সিথোল (৩৭) ও তার সন্তানেরা। তিনি আরও জানান, প্রিটোরিয়ায় একটি হাসপাতালে ডাক্তারদের তত্ত্বাবধানে ছিলেন তার স্ত্রী। বিকেলে হঠাৎ করে ব্যথা অনুভব হলে থাকে হাসপাতালে ভর্তি করানো হয়। হাসপাতালের ডাক্তারেরা আগে থেকেই গোসিয়ামির গর্ভে একাধিক বাচ্চা থাকার বিষয়টি সম্পর্কে নিশ্চিত ছিলেন। এতে দুজন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক ও তিনজন জেনারেল চিকিৎসকের সহযোগিতায় সিজারের মাধ্যমে একে একে ১০টি বাচ্চা বের করে আনেন। যার মধ্যে সাতজন ছেলে এবং তিনজন মেয়ে।

এ ছাড়া ৬ বছর আগে গোসিয়া যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন।

এদিকে প্রসবের পর গোসিয়া গণমাধ্যমকে বলেন, `আমি আমার গর্ভ নিয়ে হতবাক। প্রথম দিকে ডাক্তাররা যমজ সন্তান বলছিল, কিন্তু ১০ জন সন্তান কীভাবে আমার গর্ভে ৩৬ সপ্তাহ ছিল তা অকল্পনীয়। আমি অসুস্থ ছিলাম, এটা আমার জন্য কঠিন সময় ছিল। আমি এবং আমার সন্তানরা এখন সম্পূর্ণ সুস্থ। আমি সকল চিকিৎসককে ধন্যবাদ জানাচ্ছি।

এদিকে কোনো নারীর একই সঙ্গে ১০ সন্তান জন্মদানের ঘটনাটি বিশ্ব রেকর্ড হবে বলে বিভিন্ন গণমাধ্যমে বলা হচ্ছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের এক প্রতিনিধি নিউইয়র্ক পোস্টকে জানিয়েছেন, তাঁরা খবরটি সম্পর্কে অবগত আছেন। তাঁরা বিষয়টির সত্যতা খতিয়ে দেখছেন।

উল্লেখ্য, গত মাসে পশ্চিম আফ্রিকার দেশ মালির ২৫ বছর বয়সী হালিমা চিসে মরক্কোয় হাসপাতালে একসঙ্গে ৯ সন্তানের জন্ম দিয়ে আলোচনায় আসেন। হালিমা গর্ভধারণের পর মালিতে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয়। পরীক্ষায় দেখা যায়, তাঁর গর্ভে সাতটি সন্তান রয়েছে। পরে মরক্কোতে তাঁর আল্ট্রাসনোগ্রাম করা হয়। সেখানেও দেখা যায়, তাঁর গর্ভে সাত সন্তান। মরক্কোতে তাঁর সিজার হয়। সিজারের মাধ্যমে তিনি ৯ সন্তানের জন্ম দেন। তাঁর ৯ সন্তানের মধ্যে পাঁচটি মেয়ে। আর চারটি ছেলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর পক্ষে স্বাক্ষর করবেন যাঁরা

বাটা শুর ৬৩ বছরের ইতিহাসে প্রথম নারী এমডি হলেন ফারিয়া ইয়াসমিন

ময়মনসিংহে ১১ দৈনিক পত্রিকায় ‘হুবহু একই সংবাদ’, সবগুলোর ডিক্লারেশন বাতিল

চীনের পর ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণের মহাপরিকল্পনা ভারতের, বাংলাদেশের বিপদ

সয়াবিন তেলের দাম লিটারে ৬ টাকা পর্যন্ত বাড়ালেন ব্যবসায়ীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত