Ajker Patrika

করোনাকালে জেলে যাওয়া আর মৃত্যুদণ্ড একই কথা: জ্যাকব জুমা 

আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৬: ১৩
করোনাকালে জেলে যাওয়া আর মৃত্যুদণ্ড একই কথা: জ্যাকব জুমা 

আদালত অবমাননার দায়ে গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমাকে ১৫ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় গতকাল রোববার জ্যাকব জুমা জানিয়েছেন যে তিনি আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করবেন না। 

আদালতের নির্দেশনা অনুযায়ী গতকাল রোববারের মধ্যে জুমাকে (৭৯) আত্মসমর্পণ করতে হতো। 

এ নিয়ে দক্ষিণ আফ্রিকার নাটাল প্রদেশের কোয়া-জুলুতে নিজস্ব বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাকালে তিনি বলেন, ‘মহামারিকালে আমাকে এই বয়সে জেলে পাঠানো আর মৃত্যুদণ্ড একই কথা। আজ আমি জেলে যাব না।’

এর আগে জ্যাকব জুমা তাঁর সমর্থকদের জানিয়েছিলেন যে সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এক বিবৃতিতে জ্যাকব জুমা ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের সংবিধানের সঙ্গে এমন রায় কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়।’

২০০৯ সালের মে মাসে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট হন জ্যাকব জুমা। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতির অভিযোগ ওঠার পর পদত্যাগ করেন জুমা। জুমার বিরুদ্ধে প্রধান অভিযোগ, তিনি রাষ্ট্রীয় অর্থ লোপাট করেছেন এবং ব্যবসায়ীদের রাজনীতিতে নাক গলানোর সুযোগ করে দিয়েছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত