পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-আজিরার প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই কাউন্টিতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ওই বাস সেতু থেকে বন্যাকবলিত নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ২৩ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনো আরও মরদেহ রয়েছে।
আজ রোববার সকালে বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা আবারও শুরু হয়েছে।
এ ছাড়া টুইটারে দেওয়া এক বার্তায় এনগিলু বলেনে, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভব সব রকমভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।
কিতুই শহরের এই গভর্নর আরও বলেন, এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে চার শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিল তা এখনো পরিষ্কার নয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বাসের হতাহত যাত্রীরা কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। গতকাল শনিবার সকালে তাঁরা এক পুরুষ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার কারণে সেতুর ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল । ওই পরিস্থিতিতে দ্রুতগতিতে সেতু পার হওয়ার চেষ্টা করেন বাসচালক। তবে নদীর স্রোত অনেক বেশি থাকার কারণে একপর্যায়ে বাসটি নদীতে পড়ে যায়।
তবে এই দুর্ঘটনা কী কারণে হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কেনিয়া সরকার।
পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় বাস দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে। গতকাল শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
আল-আজিরার প্রতিবেদনে বলা হয়, কেনিয়ার মধ্যাঞ্চলের কিতুই কাউন্টিতে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় ওই বাস সেতু থেকে বন্যাকবলিত নদীতে পড়ে গেলে প্রাণহানির এই ঘটনা ঘটে।
কেনিয়ার কিতুই শহরের গভর্নর চ্যারিটি এনগিলু গতকাল শনিবার সাংবাদিকদের বলেন, এখন পর্যন্ত ২৩ জনের বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের ভেতরে এখনো আরও মরদেহ রয়েছে।
আজ রোববার সকালে বাকি মৃতদেহগুলো উদ্ধারের চেষ্টা আবারও শুরু হয়েছে।
এ ছাড়া টুইটারে দেওয়া এক বার্তায় এনগিলু বলেনে, কেনিয়া রেডক্রস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সম্ভব সব রকমভাবে তল্লাশি চালাচ্ছেন এবং বাসটির যাত্রীদের উদ্ধারের চেষ্টা করছেন।
কিতুই শহরের এই গভর্নর আরও বলেন, এখন পর্যন্ত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে চার শিশু। তবে দুর্ঘটনার সময় বাসটিতে ঠিক কতজন আরোহী ছিল তা এখনো পরিষ্কার নয়।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনাকবলিত ওই বাসের হতাহত যাত্রীরা কেনিয়ার মিওয়াঙ্গি ক্যাথলিক চার্চের গায়ক দলের সদস্য। গতকাল শনিবার সকালে তাঁরা এক পুরুষ সহকর্মীর বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্যার কারণে সেতুর ওপর দিয়ে নদীর পানি প্রবাহিত হচ্ছিল । ওই পরিস্থিতিতে দ্রুতগতিতে সেতু পার হওয়ার চেষ্টা করেন বাসচালক। তবে নদীর স্রোত অনেক বেশি থাকার কারণে একপর্যায়ে বাসটি নদীতে পড়ে যায়।
তবে এই দুর্ঘটনা কী কারণে হয়েছে তা জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কেনিয়া সরকার।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে আজ মঙ্গলবার (১৩ মে) একটি কৌশলগত অর্থনৈতিক চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছে ইতিহাসের সবচেয়ে বড় প্রায় ১৪২ বিলিয়ন ডলার সমমূল্যের অস্ত্র চুক্তি।
৯ ঘণ্টা আগে২০১৬ সালের অক্টোবরে প্যারিসে এক ভয়াবহ ডাকাতির শিকার হন মার্কিন রিয়েলিটি তারকা কিম কারদাশিয়ান। সেই ঘটনার বিচারে চলমান মামলায় আজ মঙ্গলবার আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগে ভেঙে পড়েন তিনি। আদালতে কিম জানান, ঘটনার সময় তিনি নিশ্চিত ছিলেন, তাঁকে ধর্ষণ ও হত্যা করা হবে।
১০ ঘণ্টা আগেনির্দোষ হয়েও প্রায় চার দশক ধরে জেল খাটছেন পিটার সুলিভান। শেষ পর্যন্ত তিনি মুক্তি পেলেন। ধারণা করা হচ্ছে, ব্রিটেনের ইতিহাসে এটিই সবচেয়ে দীর্ঘতম ভুল রায়। ১৯৮৭ সালে ২১ বছর বয়সী ডায়ান সিনডালকে ধর্ষণ ও হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন সুলিভান।
১১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে ইতিহাসের অন্যতম বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে ঘোষণা করেছে হোয়াইট হাউস। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র সৌদি আরবকে আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করবে, যার মূল্য প্রায় ১৪২ বিলিয়ন ডলার।
১১ ঘণ্টা আগে