Ajker Patrika

মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় শিক্ষককে মারধর

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৪: ০০
মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় শিক্ষককে মারধর

মিশরে মেয়ে শিক্ষার্থীকে উত্ত্যক্ত করতে নিষেধ করায় এক শিক্ষক মারধরের শিকার  হয়েছেন।  স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আজ রোববার এমনটি জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়,  শিক্ষককে মারধরের ঘটনা ঘটেছে মিশরের বেহেইরা অঞ্চলে। ৫৭ বছর বয়সী ওই শিক্ষককে মারধর করেন তাঁরই ১৫ বছর বয়সী এক ছেলে শিক্ষার্থী। এরই মধ্যে এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ছাত্র-শিক্ষকের ওপর হামলা করার সময় হট্টগোল হয় এবং ছাত্রীদের চিৎকার শোনা যায়। অন্য শিক্ষকেরা এসে ওই শিক্ষককে উদ্ধার করে এবং পুলিশ না আসা পর্যন্ত ছাত্রকে আটকে রাখে। 

এদিকে অভিযুক্ত শিক্ষার্থী শিক্ষককে পেটানোর কথা স্বীকার করেছেন। 

বেহেইরা পুলিশ মিশরের শিক্ষা মন্ত্রণালয়কে এ ঘটনায় ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে। 

মিশরে শিক্ষক পেটানোর ঘটনা নতুন নয়। এই মাসের শুরুতে একজন শিক্ষার্থীকে ক্লাস থেকে বের করে দেওয়ায় মারধরের শিকার হন এক শিক্ষক। ঘটনাটি ঘটেছিল ডাকাহলিয়া অঞ্চলে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আন্দালিব রহমান পার্থর স্ত্রীকে বিদেশ যেতে বাধা

‘মেয়েরা যেন আমার মরা মুখ না দেখে’, চিরকুট লিখে ঠিকাদারের ‘আত্মহত্যা’

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত